রবিবার, ৭ আগস্ট, ২০১১

ভাঙছে শাহরুখ-গৌরির সংসার!

বলিউডি টিনসেলে সম্প্রতি যে গুজবটি ডালপালা ছড়িয়েছে সেটা হলো, হুমকির মুখে পড়েছে শাহরুখ এবং গৌরি খানের ২০ বছরের সংসার। ‘ডন ২’ ছবিতে কিং খানের সহ-অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়াকেই এই ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রিয়াংকার সঙ্গে ইদানিং বেশ ঘনিষ্ঠভাবেই মিশছেন শাহরুখ। তারা একসঙ্গে প্রচুর সময়ও কাটাচ্ছেন। ফারহান আখতারের ‘ডন ২’ ছবিতে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়েই নাকি পিগি চপসের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে কিং খানের।

জানা গেছে, সম্প্রতি ‘রাডটওয়ান’ ছবির একটি আইটেম গানে অংশ নেওয়ার জন্যও পিগি চপসকে প্রস্তাব দিয়েছেন শাহরুখ। বিষয়গুলোকে সহজভাবে নিতে পারেননি শাহরুখের স্ত্রী গৌরি। এর প্রেক্ষিতে তাদের ভেতর ঠাণ্ডা যুদ্ধও নাকি শুরু হয়েছে।

এদিকে জানা গেছে, বাড়িতে গৌরির সঙ্গে বাকবিতণ্ডা এড়াতে কাজের দোহাই দিয়ে বেশিরভাগ সময় বাইরেই কাটাচ্ছেন শাহরুখ। এসব কারণেই দুয়ে দুয়ে চার মিলিয়ে অনেকেই বলছেন, এবার শাহরুখ-গৌরির সাজানো সংসারে আগুন লাগতে আর বুঝি দেরি নেই!




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons