বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

রিহ্যাবে চিকিৎসা অস্বীকার করলেন এশা দেওল

বেশ কিছুদিন ধরেই রূপালি পর্দায় অনুপস্থিত রয়েছেন ধর্মেন্দ্র-হেমামালিনী কন্যা বলিউডি অভিনেত্রী এশা দেওল। এর প্রেক্ষিতে সম্প্রতি খবর রটেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তিনি নাকি চিকিৎসা নিচ্ছেন। শুধু তাই নয়, সেখানে তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলেও খবর চাউর হয়েছে। অবশ্য খবরগুলোকে ভিত্তিহীন গুজব বলেই উড়িয়ে দিয়েছেন এশা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে এশা বলেছেন, ‘আমি কখনো কোনো রিহ্যাব সেন্টারে চিকিৎসা নিইনি। আমি একজন ধ্রুপদী নৃত্যশিল্পী এবং আমার বাবা-মা সবসময়ই আমার খেয়াল রাখেন। তাই মাদক গ্রহণের কোনো সুযোগই নেই আমার। আমি এখন দেশের বাইরে অবস্থান করছি। দেশের বাইরে যাওয়া মানেই রিহ্যাবে চিকিৎসা নেওয়া নয়। এ ধরনের গুজব আমাকে অত্যন্ত বিচলিত করেছে।’

জানা গেছে, চোয়াল এবং ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছেন- এমন খবরকে অস্বীকার করলেও, প্লাস্টিক সার্জারির সাফাই গেয়েছেন এই তারকা। এ প্রসঙ্গে এশার ভাষ্য, ‘প্লাস্টিক সার্জারির বিষয়টিকে সমর্থন করি আমি। এর মানে এই নয় যে, আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি। আমরা যারা শো বিজনেসের সঙ্গে জড়িত, তাদের লক্ষ্য থাকে ক্যামেরার সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের। এক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের সহায়তা নিলে দোষের কী আছে!’

এশা আরো বলেছেন, ‘হলিউডি তারকারা তো এখন হরহামেশাই প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হচ্ছেন। বলিউডেও এই হাওয়া বইতে শুরু করেছে।’


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons