


যত বেশি খ্যাতি, তত বেশি বিড়ম্বনা’—প্রবাদটি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ক্যাটরিনা কাইফ। বিতর্ক যেন ছায়াফেরির মতো থাকছে পিছু পিছু। এক পক্ষের জিজ্ঞাসা, ক্যাটরিনা কেন আমির খানের বিপরীতে ধুম ৩ ছবির প্রস্তাব ছেড়ে রণবীর কাপুরের সঙ্গে কাজ করতে আগ্রহী হলেন? অন্য পক্ষের দাবি, রণবীর নয়, ক্যাটরিনা সময় দিচ্ছেন তাঁর সাবেক প্রেমিক সালমান খানকে। প্রকৃত সত্য কী? ক্যাটরিনা নিজেই খোলাসা করলেন, আজ অবধি ধুম সিরিজের কোনো ছবিরই প্রস্তাব পাননি তিনি। ক্যাটের উদ্ধৃতি, ‘আমি কি পাগল যে আমিরের বিপরীতে ছবির প্রস্তাব ফিরিয়ে দেব? তাও ধুম সিরিজের! যতটুকু জানি, যশ-রাজ ফিল্মস আমিরের বিপরীতে শুরু থেকেই নতুন মুখ খুঁজছে।’
এই বিতর্ক না-হয় যুক্তিতর্ক দিয়ে পাশ কাটাতে পারলেন। কিন্তু রণবীর কাপুর? মিস্টার কাপুর আদতে ক্যাটরিনার অতীত না বর্তমান—এই ধোঁয়াশাও কাটছে না। কারও কারও দাবি, অয়ন মুখার্জির ছবিতে রণবীরের বিপরীতে কাজ করার জন্য মুখিয়ে আছেন ক্যাট। ওদিকে প্রমাণসহ অনেকে বলতে চাইছেন, অয়ন মুখার্জির ছবি এবং অনুরাগ বসুর বারফি—দুটি ছবিরই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্যাট। কারণ আর কিছুই নয়, রণবীর কাপুর। রণবীর ক্যাটরিনাকে ধোঁকা দিয়েছেন। তাই তাঁর ছায়াও মাড়াতে চাইছেন না মিস কাইফ। অন্য সূত্রের দাবি, জুলাইয়ে নিজের জন্মদিনে সন্ধ্যায় রণবীরের সঙ্গে মাল্টিপ্লেক্স থিয়েটারে চার চোখ এক করে জিন্দেগি না মিলেগি দোবারা দেখেছেন। ক্যাটরিনা সব কটি সূত্রকেই ‘বানোয়াট’ দাবি করে বলেন, ‘আমার জন্মদিনে মাল্টিপ্লেক্স থিয়েটারে গিয়েছিলাম ঠিকই, তবে রণবীরের সঙ্গে দেখা করতে নয়, ছবির প্রচারণার কাজে। যদি কেউ তাঁর সঙ্গে আমার ছবি প্রমাণসহ হাজির করতে পারেন, আমি অবশ্যই তাঁকে পুরস্কৃত করব। তা ছাড়া অয়ন, অনুরাগের ছবিতে এই মুহূর্তে কাজ করার প্রশ্নই আসে না। কারণ, আমি এক থা টাইগার এবং যশ চোপড়ার ছবিতে শিডিউল অনেক আগেই দিয়ে রেখেছি।’
নতুন বিতর্ক ডালপালা মেলেছে। অনেক জল ঘোলা করে শেষ পর্যন্ত নাকি পাখি সালমান খানের নীড়েই ফিরে গেছে। যুক্তি ১: দুজন একসঙ্গে এক থা টাইগার ছবিতে কাজ করছেন। যুক্তি ২: ঈদের ছবি বডিগার্ড-এ কারিনা কাপুর নায়িকা থাকা সত্ত্বেও ক্যাটরিনাকে দিয়ে আইটেম গান করিয়েছেন সালমান। যুক্তি ৩: সম্প্রতি এক অনুষ্ঠানে জনসমক্ষেই ঘনিষ্ঠ হয়েছেন এই জুটি। আছে কি নেই—এই দোদুল্যমান প্রশ্নের উত্তরে ক্যাটরিনা সরাসরি বলেন, ‘প্রেমিক হিসেবে সালমান আমার জীবনে অতীত। কিন্তু আমার জীবনে তার এবং তার পরিবারের অবদানের কথা আমি কখনো অস্বীকার করতে পারব না। সালমান সব সময়ই আমার বন্ধু ছিল, আছে, থাকবে। বন্ধু হিসেবে তার সঙ্গে আমি “হাগ” করতেই পারি। তবে এই মুহূর্তে আমি কারও সঙ্গে সম্পর্ক গড়তে প্রস্তুত নই।’
নায়কদের সঙ্গে প্রেমের উপাখ্যান পার করে এবার বিতর্ক নায়িকাদের নিয়ে। যশ চোপড়া পরিচালিত আগামী ছবিতে শাহরুখ খান-আনুশকা শর্মার সঙ্গে কাজ করতে যাচ্ছেন ক্যাটরিনা। সম্প্রতি আনুশকা নাকি লন্ডন থেকে তাঁর প্রিয় মেকআপম্যানকে ফোন করে তাঁর ছবির সেটে আসার অনুরোধ জানান। কিন্তু ক্যাটরিনা কিছুতেই সেই মেকআপম্যানকে ছাড়বেন না। কারণ, একই মেকআপম্যানকে তাঁরও প্রয়োজন। এ প্রসঙ্গে ক্যাটের সাফাই, ‘আমার সম্পর্কে গাঁজাখুরি যত গল্পই লেখা হোক, কিছু মনে করব না। কিন্তু এত বছর বলিউডে কাজ করছি, সে কারণেই হোক কিংবা মানবতাবোধের কারণেই হোক, আমার প্রতি ন্যূনতম সম্মান আপনারা দেখাবেন। আমি এতটা ছোট মনের নই, মেকআপম্যান নিয়ে কাহিনি করব। তা ছাড়া আনুশকা এই সময়ের অভিনেত্রীদের মধ্যে আমার সবচেয়ে প্রিয়।’ তাহলে কালকি, সোনাক্ষী? ওদের সঙ্গে ক্যাটরিনার কী সমস্যা? ‘সেটা আমার চেয়ে হলুদ সাংবাদিকেরাই ভালো বলতে পারবেন।’
বিতর্কের এখানেই শেষ নয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্যাট বেফাঁস বলে ফেলেছিলেন, আমি যেমন অর্ধভারতীয় অর্ধব্রিটিশ, তেমনি কংগ্রেসের রাহুল গান্ধীও অর্ধভারতীয় অর্ধইতালীয়। এই মন্তব্যে বেজায় চটেছে কংগ্রেস-অনুরাগীরা। পরে মাফ চেয়ে খেলা সাঙ্গ করতে হয়েছে ক্যাটকে। ক্যারিয়ারের প্রশ্নে অবশ্য ক্যাটরিনা এখনো বিজয়কেতন ওড়াচ্ছেন। ‘হিট মেশিন’ ক্যাট এ বছরও সুপারহিট ছবি উপহার দিয়েছেন, জিন্দেগি না মিলেগি দোবারা। সামনের মাসে আরও এক ছবি মেরে ব্রাদার কি দুলহান (ইমরান) মুক্তি পাবে। এই ছবিও হিট হওয়ার সম্ভাবনা শতভাগ। ক্যাটের হাতে যেসব ছবি আছে—কবির খানের এক থা টাইগার (সালমান), যশ চোপড়ার ছবি (শাহরুখ), করণ জোহর প্রোডাকশনের দোস্তানা টু (অভিষেক, জন), প্রকাশ ঝার সৎসঙ্গ—তাতে ক্যাটকে ১ নম্বর নায়িকার খেতাবই দিতে চাইবেন অনেকে। যদিও অভিনয়ের প্রশ্নে ক্যাটরিনাকে শীর্ষ অভিনেত্রী মানতে অনেকে নারাজ। তবে এটা পরীক্ষিত, এই মুহূর্তে বলিউডের শীর্ষ আলোচিত নায়িকা এই ক্যাটরিনাই।
রুম্মান রশীদ খান
তথ্যসূত্র: বলিউড হাঙ্গামা, ট্রুথড্রাইভ, টোটালফিল্মি, দাইজিওয়ার্ল্ড, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, ফিল্মফেয়ার, স্টারডাস্ট, সিনেব্লিৎস, ডিএনএ ইন্ডিয়া, আইএমডিবি, ইন্ডিয়া টুডে, মিড ডে, বলিউডমান্ত্রা, ইন্ডিয়ান এক্সপ্রেস, ফিল্মিক্যাফে ডট কম
এই বিতর্ক না-হয় যুক্তিতর্ক দিয়ে পাশ কাটাতে পারলেন। কিন্তু রণবীর কাপুর? মিস্টার কাপুর আদতে ক্যাটরিনার অতীত না বর্তমান—এই ধোঁয়াশাও কাটছে না। কারও কারও দাবি, অয়ন মুখার্জির ছবিতে রণবীরের বিপরীতে কাজ করার জন্য মুখিয়ে আছেন ক্যাট। ওদিকে প্রমাণসহ অনেকে বলতে চাইছেন, অয়ন মুখার্জির ছবি এবং অনুরাগ বসুর বারফি—দুটি ছবিরই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্যাট। কারণ আর কিছুই নয়, রণবীর কাপুর। রণবীর ক্যাটরিনাকে ধোঁকা দিয়েছেন। তাই তাঁর ছায়াও মাড়াতে চাইছেন না মিস কাইফ। অন্য সূত্রের দাবি, জুলাইয়ে নিজের জন্মদিনে সন্ধ্যায় রণবীরের সঙ্গে মাল্টিপ্লেক্স থিয়েটারে চার চোখ এক করে জিন্দেগি না মিলেগি দোবারা দেখেছেন। ক্যাটরিনা সব কটি সূত্রকেই ‘বানোয়াট’ দাবি করে বলেন, ‘আমার জন্মদিনে মাল্টিপ্লেক্স থিয়েটারে গিয়েছিলাম ঠিকই, তবে রণবীরের সঙ্গে দেখা করতে নয়, ছবির প্রচারণার কাজে। যদি কেউ তাঁর সঙ্গে আমার ছবি প্রমাণসহ হাজির করতে পারেন, আমি অবশ্যই তাঁকে পুরস্কৃত করব। তা ছাড়া অয়ন, অনুরাগের ছবিতে এই মুহূর্তে কাজ করার প্রশ্নই আসে না। কারণ, আমি এক থা টাইগার এবং যশ চোপড়ার ছবিতে শিডিউল অনেক আগেই দিয়ে রেখেছি।’
নতুন বিতর্ক ডালপালা মেলেছে। অনেক জল ঘোলা করে শেষ পর্যন্ত নাকি পাখি সালমান খানের নীড়েই ফিরে গেছে। যুক্তি ১: দুজন একসঙ্গে এক থা টাইগার ছবিতে কাজ করছেন। যুক্তি ২: ঈদের ছবি বডিগার্ড-এ কারিনা কাপুর নায়িকা থাকা সত্ত্বেও ক্যাটরিনাকে দিয়ে আইটেম গান করিয়েছেন সালমান। যুক্তি ৩: সম্প্রতি এক অনুষ্ঠানে জনসমক্ষেই ঘনিষ্ঠ হয়েছেন এই জুটি। আছে কি নেই—এই দোদুল্যমান প্রশ্নের উত্তরে ক্যাটরিনা সরাসরি বলেন, ‘প্রেমিক হিসেবে সালমান আমার জীবনে অতীত। কিন্তু আমার জীবনে তার এবং তার পরিবারের অবদানের কথা আমি কখনো অস্বীকার করতে পারব না। সালমান সব সময়ই আমার বন্ধু ছিল, আছে, থাকবে। বন্ধু হিসেবে তার সঙ্গে আমি “হাগ” করতেই পারি। তবে এই মুহূর্তে আমি কারও সঙ্গে সম্পর্ক গড়তে প্রস্তুত নই।’
নায়কদের সঙ্গে প্রেমের উপাখ্যান পার করে এবার বিতর্ক নায়িকাদের নিয়ে। যশ চোপড়া পরিচালিত আগামী ছবিতে শাহরুখ খান-আনুশকা শর্মার সঙ্গে কাজ করতে যাচ্ছেন ক্যাটরিনা। সম্প্রতি আনুশকা নাকি লন্ডন থেকে তাঁর প্রিয় মেকআপম্যানকে ফোন করে তাঁর ছবির সেটে আসার অনুরোধ জানান। কিন্তু ক্যাটরিনা কিছুতেই সেই মেকআপম্যানকে ছাড়বেন না। কারণ, একই মেকআপম্যানকে তাঁরও প্রয়োজন। এ প্রসঙ্গে ক্যাটের সাফাই, ‘আমার সম্পর্কে গাঁজাখুরি যত গল্পই লেখা হোক, কিছু মনে করব না। কিন্তু এত বছর বলিউডে কাজ করছি, সে কারণেই হোক কিংবা মানবতাবোধের কারণেই হোক, আমার প্রতি ন্যূনতম সম্মান আপনারা দেখাবেন। আমি এতটা ছোট মনের নই, মেকআপম্যান নিয়ে কাহিনি করব। তা ছাড়া আনুশকা এই সময়ের অভিনেত্রীদের মধ্যে আমার সবচেয়ে প্রিয়।’ তাহলে কালকি, সোনাক্ষী? ওদের সঙ্গে ক্যাটরিনার কী সমস্যা? ‘সেটা আমার চেয়ে হলুদ সাংবাদিকেরাই ভালো বলতে পারবেন।’
বিতর্কের এখানেই শেষ নয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্যাট বেফাঁস বলে ফেলেছিলেন, আমি যেমন অর্ধভারতীয় অর্ধব্রিটিশ, তেমনি কংগ্রেসের রাহুল গান্ধীও অর্ধভারতীয় অর্ধইতালীয়। এই মন্তব্যে বেজায় চটেছে কংগ্রেস-অনুরাগীরা। পরে মাফ চেয়ে খেলা সাঙ্গ করতে হয়েছে ক্যাটকে। ক্যারিয়ারের প্রশ্নে অবশ্য ক্যাটরিনা এখনো বিজয়কেতন ওড়াচ্ছেন। ‘হিট মেশিন’ ক্যাট এ বছরও সুপারহিট ছবি উপহার দিয়েছেন, জিন্দেগি না মিলেগি দোবারা। সামনের মাসে আরও এক ছবি মেরে ব্রাদার কি দুলহান (ইমরান) মুক্তি পাবে। এই ছবিও হিট হওয়ার সম্ভাবনা শতভাগ। ক্যাটের হাতে যেসব ছবি আছে—কবির খানের এক থা টাইগার (সালমান), যশ চোপড়ার ছবি (শাহরুখ), করণ জোহর প্রোডাকশনের দোস্তানা টু (অভিষেক, জন), প্রকাশ ঝার সৎসঙ্গ—তাতে ক্যাটকে ১ নম্বর নায়িকার খেতাবই দিতে চাইবেন অনেকে। যদিও অভিনয়ের প্রশ্নে ক্যাটরিনাকে শীর্ষ অভিনেত্রী মানতে অনেকে নারাজ। তবে এটা পরীক্ষিত, এই মুহূর্তে বলিউডের শীর্ষ আলোচিত নায়িকা এই ক্যাটরিনাই।
রুম্মান রশীদ খান
তথ্যসূত্র: বলিউড হাঙ্গামা, ট্রুথড্রাইভ, টোটালফিল্মি, দাইজিওয়ার্ল্ড, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, ফিল্মফেয়ার, স্টারডাস্ট, সিনেব্লিৎস, ডিএনএ ইন্ডিয়া, আইএমডিবি, ইন্ডিয়া টুডে, মিড ডে, বলিউডমান্ত্রা, ইন্ডিয়ান এক্সপ্রেস, ফিল্মিক্যাফে ডট কম




৪:৫৫ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন