সম্প্রতি জানা গেছে, দুর্ধর্ষ জেমস বন্ড, যিনি নাকি যুক্তিগ্রাহ্যতা আর লজিকের বাইরে এক চুলও নড়েন না সেই বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগ বিশ্বাস করেন, পৃথিবীর বাইরেও জীবের অস্তিত্ব আছে। তবে ভিনগ্রহ থেকে তারা কখনও পৃথিবীতে এসেছে বলে মানেন না তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে ৪০ বছর বয়সী ক্রেইগ বলেছেন, ‘আমি বিশ্বাস করি পৃথিবীর বাইরেও জীবন আছে। তবে আমি এ বিষয়ে নিশ্চিত নই যে, তারা কখনো পৃথিবীর বুকে পা রেখেছে কিনা।’
উল্লেখ্য, ক্রেইগই একমাত্র হলিউডি তারকা নন, যিনি এলিয়েনের অস্তিত্বে বিশ্বাসী। এর আগে ‘অবতার’ তারকা মিশেল রড্রিক্সও ভিনগ্রহে জীবের অস্তিত্ব থাকার সম্ভাবনার কথা বলেছেন। এদিকে আবার অস্কার জয়ী জোডি ফস্টারও আছেন এই দলে। সম্প্রতি এক এলিয়েন গবেষণা ফান্ডে তিনি টাকাও দিয়েছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৪:৫৭ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন