বুধবার, ১৭ আগস্ট, ২০১১

শাহরুখ নন, প্রিয়াংকার পাশে নতুন মুখ!

শাহরুখ খান এবং অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক বাড়ছে বলেই শোরগোল উঠেছিলো। শাহরুখ-গৌরির সুখের সংসারে তা নিয়ে আগুন লাগার উপক্রম। কিন্তু নতুন খবর তৈরি করেছেন ‘পিগি চপস’। শোনা যাচ্ছে, শাহরুখ নন, প্রিয়াংকা এখন ঘুরছেন ব্রিটিশ গায়ক-প্রযোজক জে সিনের সঙ্গে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি প্রিয়াংকা চোপড়া এবং জেন সিনকে একত্রে জুহুর একটি নাইটক্লাবে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্রিটিশ গায়ক জে সিন এবং প্রিয়াংকা স্বচ্ছন্দেই নাইটক্লাবে আড়াই ঘন্টা কাটিয়েছেন। এ জুটিকে বেশ উৎফুল্লই মনে হয়েছে। ক্লাবে সবাই এ জুটিকে লক্ষ্য করলেও তারা মোটেও পাত্তা দেননি বরং তারা নাইট ক্লাব থেকে একসঙ্গে বেরিয়ে গেছেন। 

জানা গেছে, জে সিন এবং প্রিয়াংকার পরিচয়টা বেশ পুরোনোই।  তাদের দুজনের প্রথম সাক্ষ্যাৎ ঘটেছিলো ২০০৮ সালে জে সিনের এক কনসার্টে। এরপর তারা খুব বেশি ঘনিষ্ঠ ছিলেন না। ২০১০ সালে নিউ ইয়র্কে প্রিয়াংকা অভিনীত ‘আনজানা আনজানি’ ছবির সেটে একবার হাজির হয়েছিলেন জে। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি জে সিন এবং প্রিয়াংকার ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। শাহরুখ কাহিনীর পর জে সিনই এখন প্রিয়াংকার নতুন মানুষ।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons