টিন সেনসেশন জাস্টিন বিবার এবং সেলেনা গোমেজের সম্পর্ক ভাঙ্গনের আশঙ্কা বিভিন্ন সংবাদমাধ্যম ফলাও করে প্রচার করলেও, সম্প্রতি এই জুটি সেসব খবরকে মিথ্যা প্রমাণ করেছেন পরস্পরকে চুমু খেয়ে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত টিন চয়েজ অ্যাওয়ার্ডস আসরে একসঙ্গেই উপস্থিত হয়েছিলেন এই জুটি। অনুষ্ঠান চলাকালীন তারা পাশাপাশিই বসেছিলেন। শুধু তাই নয়, একে অপরকে চুমুও খেয়েছেন তারা।
এ ছাড়া, মঞ্চের পেছনে সেলেনা যখন তার ব্যান্ড সিনের সঙ্গে পারফর্মেন্সের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সেখানে বিবার এবং সেলেনাকে বেশ অন্তরঙ্গভাবেই মিশতে দেখা গেছে।
জানা গেছে, অনুষ্ঠানে সাদা রংয়ের পোশাক পরে হাজির হয়েছিলেন ১৯ বছর বয়সী সেলেনা। পরে ‘জুলিয়েন ম্যাকডোনাল্ড’ গানটি পরিবেশনের আগে রূপালি রংয়ের পিঠখোলা পোশাক পরেছিলেন তিনি। আর ১৭ বছর বয়সী বিবারকে দেখা গেছে চামড়ার ওয়েস্টকোট, বো টাই এবং শার্ট পরা অবস্থায়।
উল্লেখ্য, কিছুদিন আগে সেলেনার কনসার্টে বন্ধু শ্যন কিংস্টনকে নিয়ে বিবার হাজির হওয়ার পর থেকেই সেলেনার সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। কারণ শৈশবে চৌর্যবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন শ্যন। এ ছাড়া, অপরাধী তকমা পাওয়া লিল ওয়েনের সঙ্গেও বন্ধুত্ব রয়েছে বিবারের। তার সখ্যতা রয়েছে রিদম অ্যান্ড ব্লুজ গায়ক ক্রিস ব্রাউনের সঙ্গেও যিনি ২০০৯ সালে সাবেক গার্লফ্রেন্ড রিহানাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছিলেন। এসব মন্দ স্বভাবের বন্ধুদের কারণেই বিবারের সঙ্গে সেলেনা সম্পর্কের ইতি টেনেছেন বলেই খবর চাউর হয়েছিলো।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৪:২০ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন