শিডিউল, ছবির প্রচারণার কাজ- সব মিলিয়ে দম ফেলার ফুরসতই ছিলো না সাইফ আলি খান বা কারিনা কাপুর কারোরই। এর মধ্যেই আবার পড়ে গেছে সাইফের জন্মদিন। এ জুটির প্রেম এখন এতোটাই তুঙ্গে যে, সব উপেক্ষা করে স্রেফ উধাও হয়ে গেছেন তারা দুজন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৫ দিনের ছুটি নিয়েছেন সাইফ এবং এরপরপরই কারিনাকে সঙ্গে নিয়ে লন্ডনের ফ্লাইট ধরেছেন। সাইফের জন্মদিন পালন করাটাকে উপলক্ষ করেই ৫ দিনের ছুটিতে স্রেফ হাওয়া হয়ে গেছেন এ জুটি। এরপর আর কোনো হদিস নেই তাদের। তারা কোথায় এবং কি প্ল্যান করে গেছেন সেটি বিটাউনের কারো কাছেই খোলাসা করেননি। তাদের পরিবারের কয়েকজন ছাড়া কেউই জানেন না, কোথায় গেছেন তারা।
জানা গেছে, সাইফের জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই নিজস্ব পরিকল্পনা করে রেখেছিলেন বেবো। তার পরিকল্পনা অনুসারেই ৫ দিনের জন্য ভেগেছেন এই তারকা জুটি।
উল্লেখ্য, ২০১০ সালের জন্মদিনে সাইফকে নিয়ে লাটভিয়া গিয়েছিলেন বেবো।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




২:৪৪ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন