কিছুদিন ধরেই শাহরুখ খান এবং প্রিয়াংকা চোপড়ার ঘনিষ্ঠতা বাড়ায় তাদেরকে নিয়ে মুখরোচক আলোচনায় ভাসছে বলিউডি টিনসেল। সম্প্রতি আবারো সে গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন এই দুই তারকা। জানা গেছে, এই মুহূর্তে লন্ডনে একই হোটেলে অবস্থান করছেন তারা। খবর টাইমস অফ ইন্ডিয়ার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, একটি শোতে অংশ নিতে সম্প্রতি লন্ডনে গিয়েছেন শাহরুখ। অন্যদিকে, প্রিয়াংকা সেখানে গিয়েছেন তার অভিনীত পরবর্তী ছবির শুটিংয়ের কাজে। কাজের অজুহাতে কেবল এক শহরেই নয়, একই হোটেলেও অবস্থান করছেন এই দুই তারকা।
বিষয়টি নিয়ে বিভিন্ন কানাঘুষা চলছে নানা মহলে। বেশ কয়েকটি ট্যাবলয়েড ফলাও করে খবরও ছেপেছে একই হোটেলে শাহরুখ-প্রিয়াংকার অবস্থান নিয়ে।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, লন্ডনে একসঙ্গে নৈশভোজ করার সময়ও মিডিয়ার চোখে ধরা পড়েছেন এই তারকা জুটি। সে সময় তাদেরকে দেখে মনে হয়েছে, একে অপরের সঙ্গ খুবই উপভোগ করছেন তারা।
এদিকে জানা গেছে, লন্ডনে শাহরুখের সঙ্গে ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন পিগি চপস। যুক্তরাজ্যের মিউজিক এবং এন্টারটেইনমেন্ট ব্রডকাস্ট নেটওয়ার্কের প্রভাবশালী কয়েকজন ব্যক্তির সঙ্গে শাহরুখকে নতুন বন্ধু হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, প্রিয়াংকার সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ার খবর চাউর হওয়ার পর থেকেই বিষয়টিকে সহজভাবে নিতে পারেননি শাহরুখের স্ত্রী গৌরি খান। বিষয়টি তিনি সরাসরি কিং খানকে জিজ্ঞেস করবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু শাহরুখ ধরা দিচ্ছেন না গৌরির কাছে। কাজের দোহাই দিয়ে বেশিরভাগ সময় ঘরের বাইরেই অবস্থান করছেন তিনি।
অবশ্য, এর মধ্যেই বিপরীত একটি গুজবও চাউর হয়েছিলো। খবর রটেছিলো, শাহরুখের পরিবর্তে বৃটিশ গায়ক ও প্রযোজক জে সিনের পেছনে নাকি ঘুরছেন সাবেক এই মিস ওয়ার্ল্ড। তবে সম্প্রতি একই হোটেলে অবস্থান করায় আবারো গুজবের কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন সেই শাহরুখ-প্রিয়াংকাই।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/




৩:০১ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন