পপডিভা ব্রিটনি স্পিয়ার্সের হাতের নাগালে মোবাইল ফোন রাখা দায়, কোনো না কোনো অঘটন ঘটতেই থাকবে। সম্ভবত একারণেই আপাতত মোবাইল ফোন ব্যবহারের কোনো সুযোগ নেই তার। খবর প্রেস সান অনলাইনের।সংবাদমাধ্যমটি জানিয়েছে, মোবাইল ফোন হাতে এলেই ব্রিটনির সমস্যা সৃষ্টি হয়। তাই তাকে নিয়ন্ত্রণে রাখতেই তার পরিচর্যাকারীরা মোবাইল ফোন থেকে তাকে দূরে সরিয়ে রাখছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০০৮ সালে ব্রিটনির সঙ্গে তার বাবার একটি মামলায় বেশ কিছু আইনি শর্তের বেড়াজালে আটকা রয়েছেন তিনি। তাকে নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে। আর এ তালিকায় রয়েছে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকার বিষয়টিও।
এছাড়াও, মোবাইল ব্যবহার করে সাবেক বডিগার্ডকে নিজের নগ্নছবি পাঠানোর মতো অভিযোগও ব্রিটনির ঘাড়ে রয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্রিটনিকে আপাতত চলতি বছরে মোবাইল ব্যবহার করার সুযোগ দেবে না তার পরিচর্যাকারীরা। তাই পুরো বছরটাই এখনো মোবাইলবিহীন থাকার শাস্তি ভোগ করতে হবে এ তারকাকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৫:১৯ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন