‘আমরা বাবা লোকনাথের ভক্ত। লোকনাথ তোর স্বর্ণালংকার দেখতে চান। না দেখালে তোর ও তোর স্বামীর মহা বিপদ আসন্ন।’ সাধুবেশী দুই প্রতারকের এমন কথায় দুই ভরি স্বর্ণালংকার তাদের হাতে তুলে দেন গৃহবধূ সুমিত রানী রবি দাস। এবার সাধুরা বলল, ‘চোখ বন্ধ কর; না বলা পর্যন্ত খুলবি না।’ গৃহবধূ চোখ বন্ধ করলেন। এই ফাঁকে প্রতারকেরা স্বর্ণালংকার নিয়ে চম্পট। একসময় চোখ খুলে গৃহবধূ দেখেন, সাধুরা উধাও! গতকাল সোমবার ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের হরিজনপল্লিতে। সুমিত রানী বলেন, ‘স্বামী রঞ্জিত রবি দাসের বিপদ হবে শুনে স্বর্ণালংকারগুলো এনে দিয়েছিলাম।’ নিজস্ব প্রতিবেদক, ভৈরব প্রথম আলো




৩:২১ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন