দুবার অস্কারজয়ী হলিউডি অভিনেত্রী ও ফিটনেস গুরু ৭৩ বছর বয়সী জেন ফন্ডা সম্প্রতি স্বীকার করেছেন, ‘৭০ বছর বয়স থেকে আমি পুরুষদের হরমোন টেস্টোস্টেরন নেওয়া শুরু করেছিলাম। আমার যৌনজীবনকে গতিশীল করতেই এই পন্থা বেছে নিয়েছিলাম। তবে পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে শিগগিরই এটা নেওয়া বন্ধ করতে হবে আমাকে।’ খবর দ্য টেলিগ্রাফ-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, যৌনাকাঙ্খা বৃদ্ধির এই হরমোন ব্যবহার করে চিকিৎসা পদ্ধতিটি এখনও যথেষ্ট বিতর্কিত। তারপরও এর পক্ষেই সাফাই গেয়েছেন জেন। তার মতো বয়সী নারীদের এই হরমোন নেওয়ারও পরামর্শ দিয়েছেন প্রবীণ এই তারকা।
জেনের ভাষ্য, ‘এর আগে এই বিষয়টি কখনোই জনসমক্ষে প্রকাশ করিনি আমি। ৩ বছর আগে আমি টেস্টোস্টেরন নেওয়ার বিষয়টি আবিষ্কার করেছিলাম। এটা ব্যবহারের পর আমার যৌনজীবনে ব্যাপক পরিবর্তন আসে। শূন্যের কোঠা থেকে আমার যৌনাকাক্সক্ষা বেড়ে যায় বহুগুণ। এই হরমোন জেল, পিল এবং টুকরো আকারে পাওয়া যায়। আমার বয়সী নারীরা এটা ব্যবহার করলে উপকৃতই হবেন।’
অবশ্য এই হরমোনের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কেও জানাতে ভোলেননি জেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাকে এটা নেওয়া বন্ধ করতে হবে। কারণ এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ইতোমধ্যেই আমার মুখ-মণ্ডলে ফুস্কুড়ি ওঠা শুরু করেছে।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৩:২৪ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন