সম্প্রতি জানা গেছে, ৬ মাসের অন্তঃসত্ত্বা ঐশ্বরিয়া রাই বচ্চন ব্যাংককে লাক্সের নতুন বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন। খবর ওয়ানইন্ডিয়ার।সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৬ মাসের অন্তঃসত্ত্বা হলেও, প্রফেশনাল কমিটমেন্ট রাখতেই এই বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন অ্যাশ। ঘড়ির কাটা ধরে যথাসময়েই শুটিং স্পটে উপস্থিত হয়েছিলেন তিনি। সে সময় অ্যাশের সৌন্দর্যে উপস্থিত সবাই মুগ্ধ হয়েছেন বলেই জানা গেছে।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, সেসময় অন্তঃসত্ত্বা ঐশ্বরিয়াকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিলো। তার সৌন্দর্যে বিমোহিত হয়েছেন উপস্থিত সবাই। অনেকেই মন্তব্য করেছেন, অ্যাশের চেহারার দ্যুতি বিজ্ঞাপনচিত্রটিতে নতুন মাত্রা যোগ করবে।
জানা গেছে, ব্যাংককে শুটিং শেষ করেই স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে সেখান থেকে লন্ডনের পথে যাত্রা করেছেন ঐশ্বরিয়া।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৫:৫৩ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন