বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

ব্রুস লি'র কোটের মূল্য ৭৭ হাজার ডলার!

সম্প্রতি হংকংয়ে নিলামে তোলা হয়েছিলো মার্শাল আটর্স ফিল্ম স্টার ব্রুস লি’র একটি কোট। সবাইকে অবাক করে দিয়ে প্রত্যাশিত মূল্যের ৯ গুণ বেশি দামে কোটটি কিনে নিয়েছেন মার্কিন দম্পতি সিলভানা এবং গ্রেগ ম্যানিং। জানা গেছে, ৭৭ হাজার মার্কিন ডলার খরচ করে কোটটি কিনেছেন তারা। খবর বিবিসি’র।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পশুর লোমের তৈরি এই কোটটি ব্রুস লি পরেছিলেন ১৯৭৩ সালে ‘গেম অফ ডেথ’ ছবির শুটিংয়ের সময়। তবে ছবিটির কাজ অসমাপ্তই রয়ে গেছে। কারণ সে বছরই মাত্র ৩২ বছর বয়সে এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছিলেন ব্রুস লি।

জানা গেছে, এই কোটটি পরেই মৃত্যুর কয়েকদিন আগে ‘এন্টার দ্য ড্রাগন’ ছবির হংকং প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন ব্রুস লি। কোটটি পরে ফটোশুটেও অংশ নিয়েছিলেন তিনি।




বিডিনিউজটোয়েডন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons