বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

পিটকে লাথি দিয়ে বাড়ি ছাড়া করেছিলেন অ্যানিস্টন!

হলিউডি অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন তার প্রাক্তন স্বামী ব্র্যাড পিটকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন- সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্যই প্রকাশিত হয়েছে ‘কনফিডেনশিয়াল: দ্য লাইফ অফ সিক্রেট এজেন্ট টার্নড হলিউড টাইকুন আর্নন মিলচ্যান’ শিরোনামের বইয়ে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে অভিনয়ের সময় ঘনিষ্ঠতা তৈরি হয় অ্যাঞ্জেলিনা জোলি এবং পিটের। বিষয়টি জানার পরই এমন কাণ্ড ঘটিয়েছিলেন অ্যানিস্টন।

জানা গেছে, এ প্রসঙ্গে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবির সহ-প্রযোজক আর্নন মিলচ্যান সম্প্রতি প্রকাশিত বইটিতে উল্লেখ করেছেন, ‘প্রথমে অ্যানিস্টন বিশ্বাসই করেননি, জোলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পিট। এক পর্যায়ে বিষয়টি সরাসরি তিনি জানতে চান পিটের কাছে। শুরুতে অস্বীকার করলেও, অ্যানিস্টনের ক্রমাগত জেরার মুখে জোলির সঙ্গে রোমান্টিক সম্পর্কের কথা স্বীকার করে নেন পিট। এতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন অ্যানিস্টন এবং পিটকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেন।’


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons