সম্প্রতি জানা গেছে, বুকের সৌন্দর্য্য বাড়ানোর উদ্দেশ্যে ১০ হাজার পাউন্ড খরচ করে অস্ত্রোপচারের পরিকল্পনা করেছেন মার্কিন পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। খবর টাইমস অফ ইন্ডিয়ার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বুকের সৌন্দর্য্য বাড়ানোর উদ্দেশ্যেই প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটনি। আর এই অস্ত্রোপচার তিনি করাবেন নিজের জন্মস্থান লুইজিয়ানায়।
জানা গেছে, দুটি সন্তান জন্ম দেওয়ার পর নিজের বুকের সৌন্দর্য্য নিয়ে হীনমন্যতায় ভুগছেন ব্রিটনি। আর এ থেকে পরিত্রাণের উদ্দেশ্যেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে করে লোকে কী ভাবলো- তা নিয়ে তিনি মোটেই বিচলিত নন। অস্ত্রোপচারের পর নিজের আত্মবিশ্বাস বাড়বে বলেই তার ধারণা।
এদিকে জানা গেছে, অস্ত্রোপচারের আগে একজন মনোচিকিৎসকেরও দ্বারস্থ হবেন ব্রিটনি। নিজের শরীরে এ ধরনের পরিবর্তন আনার জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা সেটা নিশ্চিত হতেই এমনটা করবেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৫:১০ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন