বুধবার, ২৪ আগস্ট, ২০১১

অবশেষে চুম্বন দৃশ্যে সোনম কাপুর

সত্য যে চাপা থাকে না এই বিষয়টিই টের পেলেন সোনম কাপুর। ‘মৌসম’ ছবিটি রোমান্টিক, এতে মাত্রাতিরিক্ত কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি বলেই দাবি করেছিলেন তিনি। কিন্তু এবারে জানা গেছে, এতোদিন শাক দিয়েই মাছ ঢাকছিলেন সোনম। জানা গেছে, শহীদ কাপুরের সঙ্গে ‘মৌসম’ ছবিতে এক অন্তরঙ্গ চুমুর দৃশ্যে দেখা যাবে তাকে। খবর মুম্বাই মিরর-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শহিদ-সোনমের এ অন্তরঙ্গ দৃশ্যটি যোগ করেছেন প্রথমবারের মতো পরিচালনায় আসা শহিদ কাপুরের বাবা পঙ্কজ কাপুর নিজেই।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চুমুর দৃশ্যে সোনমকে রাজি করানোর জন্য রীতিমতো জোরই করছিলেন পরিচালক। সোনম বেঁকে বসলেও পঙ্কজ হাল ছাড়েননি। এমনকি তিনি সোনমের বাবা অনিল কাপুরকে চুমুর দৃশ্যের প্রয়োজনীয়তাটা বুঝিয়ে বলেন এবং শেষতক সোনমকে দিয়ে দৃশ্যটি করিয়েই ছাড়েন।

জানা গেছে, প্রথমে অস্বীকার করলেও, শেষতক শহিদ-সোনম চুম্বন দৃশ্যের কথা চাউরই হয়ে গেছে। এ প্রসঙ্গে সোনম শুধু এটুকই বলেছেন, ‘যতোটুকু দরকার ছিলো ততোটুকুই করেছি।’


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons