মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

 গরম পানিতে ঝলসে দেওয়া হলো গৃহবধূর শরীর

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সালেহা বেগম (২৩) নামের এক গৃহবধূর শরীরে গরম পানি ঢেলে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে ওই গৃহবধূর শরীর ঝলসে যায়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুনচর চাষী গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের হযরত আলীর সঙ্গে প্রতিবেশী আবদুল আজিজের জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে সকাল ১০টার দিকে আজিজ মিয়ার স্ত্রী সালেহা বেগমকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যান হযরত আলীর ছেলে বাবুল ও স্ত্রী পিয়ারা বেগম। তাঁরা সালেহাকে মারধর করেন। একপর্যায়ে বাবুল পিঠা তৈরির জন্য রান্নাঘরে গরম করে রাখা পানি সালেহার শরীরে ঢেলে দেন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকি ৎ সক খন্দকার আরশাদ কবীর বলেন, সালেহার হাত ও পা মারাত্মকভাবে পুড়ে গেছে।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ বলেন, ‘ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons