সম্প্রতি জানা গেছে, বলিউডি অভিনেত্রী শিল্পা শেঠি অভিনীত পরবর্তী ছবি ‘দ্য ডিজায়ার: আ জার্নি অফ আ ওম্যান’-এ সহ-তারকা চায়নিজ অভিনেতা জিয়া ইউ-এর সঙ্গে অত্যন্ত আবেগঘন দৃশ্যে খোলামেলা অভিনয় করেছেন। খবর মিডডেডটকম-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, ছবিটিতে ওড়িশি এক নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন শিল্পা। ১৭ বছরের অভিনয় ক্যারিয়ারে এই চরিত্রটিকেই সবচেয়ে চ্যালেঞ্জিং বলে অভিমত দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ছবির কয়েকটি আবেগঘন দৃশ্যে অভিনয় সম্পর্কে শিল্পা বলেছেন, ‘ছবির কাহিনীর প্রয়োজনেই এ ধরনের দৃশ্যে অভিনয় করেছি। এ ধরনের দৃশ্যে অভিনয় করতে গিয়ে মোটেও বিব্রত হইনি আমি। কারণ দৃশ্যগুলো খুবই শৈল্পিকভাবে ধারণ করা হয়েছে।’
জানা গেছে, শিল্প আরো বলেছেন, ‘একটা চমৎকার ভালোবাসার গল্প নিয়েই ছবিটির কাহিনী গড়ে উঠেছে। ছবিতে আমার চরিত্রের নাম গৌতমি, আবেদনময়ী একজন নারী। আমার বিপরীতে অভিনয় করেছেন জিয়া ইউ। ছবিতে আমাদের ভেতরের রসায়নটাকে অনেকটা পেইন্টিংয়ের মতো করেই উপস্থাপন করা হবে।
ছবির কাহিনী সম্পর্কে জানা গেছে, বিশ্বখ্যাত একজন চায়নিজ পেইন্টার গৌতমি নামের একজন ওড়িশি নৃত্যশিল্পীর প্রেমে হাবুডুবু খান। কিন্তু গৌতমির কাছ থেকে সেভাবে সাড়া পান না তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৫:৫০ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন