শনিবার, ২০ আগস্ট, ২০১১

প্রেমে পড়েছেন জর্জ ক্লুনি!

মাত্র একমাস আগে এলিজাবেত্তা ক্যানালিসের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হলিউডি অভিনেতা-পরিচালক জর্জ ক্লুনি। এরইমধ্যে তার জীবনে নতুন এক নারীর আগমন ঘটেছে বলেই খবর চাউর হয়েছে। গুঞ্জন উঠেছে, সাবেক ডব্লিউডব্লিউই রেসলার স্টেসি কেইবলারের সঙ্গে চুটিয়ে অভিসার চালাচ্ছেন ক্লুনি। খবর মিডডেডটকম-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি লন্ডন এবং ইতালির লেক কোমোতে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে ৫০ বছর বয়সী ক্লুনি এবং এবং ৩১ বছর বয়সী কেইবলারকে। তাদের ঘনিষ্ঠতা দেখে তাদের ভেতর ‘বিশেষ’ বন্ধুত্বের গন্ধ খুঁজে পেয়েছেন অনেকেই।

জানা গেছে, এ প্রসঙ্গে কেইবলারের ঘনিষ্ঠ এক বন্ধু বলেছেন, ‘একে অপরকে অন্তত ৫ বছর ধরে চেনেন তারা। ক্যানালিসের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর সম্প্রতি আবারো কেইবলারের কাছাকাছি এসেছেন ক্লুনি। তাদের ভেতরের বোঝাপড়াটা খুবই ভালো এবং বলাইবাহুল্য, শারীরিকভাবেও একে অপরের প্রতি আকর্ষিত তারা।’

অবশ্য সাবেক ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’-এর এই প্রতিযোগীর সঙ্গে নিজের রোমান্টিক সম্পর্কের বিষয়টি পুরোপুরি গোপনই রাখতে চান ক্লুনি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons