‘হ্যারি পটার’ তারকা এমা ওয়াটসন প্রেমে পড়েছেন বলেই খবর রটেছে। ‘দ্যা পার্কস অফ বিয়িং আ ওয়ালফ্লাওয়ার’ ছবির সহ-তারকা জনি সিমনসের সঙ্গে তিনি চুটিয়ে প্রেম করছেন বলেই খবর ভাসছে বাতাসে। জানা গেছে, তারা নাকি নিয়মিতই অভিসারে বের হচ্ছেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘দ্যা পার্কস অফ বিয়িং আ ওয়ালফ্লাওয়ার’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই সিমনসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এমা। সম্প্রতি নতুন এই জুটিকে লস এঞ্জেলসের একটি রেস্টুরেন্টে শেফের রান্না করা খাবার তো বটেই, এমনকি চুমু খেতেও দেখা গেছে। সেসময় স্বতস্ফূর্তভাবেই একে অপরকে আলিঙ্গনও করেছেন তারা।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই নাকি প্রেম করছেন এই জুটি। চলতি বছরের মে মাসে তারা একত্রে পর্বতারোহনে গিয়েছিলেন। তাদের সেই ছবি প্রকাশিতও হয়েছিলো। এ ছাড়া, জুন মাসে এমটিভি মুভি অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে একটি পার্টিতে এই দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় পাওয়া গিয়েছিলো।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘দ্যা পার্কস অফ বিয়িং আ ওয়ালফ্লাওয়ার’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই সিমনসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এমা। সম্প্রতি নতুন এই জুটিকে লস এঞ্জেলসের একটি রেস্টুরেন্টে শেফের রান্না করা খাবার তো বটেই, এমনকি চুমু খেতেও দেখা গেছে। সেসময় স্বতস্ফূর্তভাবেই একে অপরকে আলিঙ্গনও করেছেন তারা।জানা গেছে, বেশ কিছুদিন ধরেই নাকি প্রেম করছেন এই জুটি। চলতি বছরের মে মাসে তারা একত্রে পর্বতারোহনে গিয়েছিলেন। তাদের সেই ছবি প্রকাশিতও হয়েছিলো। এ ছাড়া, জুন মাসে এমটিভি মুভি অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে একটি পার্টিতে এই দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় পাওয়া গিয়েছিলো।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৩:০৮ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন