‘ডেসপারাডো’খ্যাত মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক সম্প্রতি জানিয়েছেন, চেহারায় তারুণ্য ধরে রাখার জন্য কখনোই ওষুধ কিংবা কোনো রকম অস্ত্রোপচারের সহায়তা নেননি তিনি। খবর নিউ ইয়র্ক ডেইলির।সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে সালমা বলেছেন, ‘চেহারা থেকে বয়সের ছাপ মুছে ফেলতে কখনোই ওষুধ, ইনজেকশন কিংবা সার্জারির সহায়তা আমি নিইনি।’
জানা গেছে, সালমা আরো বলেছেন, ‘আমি প্রাকৃতিক উপায়েই নিজের সৌন্দর্যকে ধরে রাখার চেষ্টা করছি। এক্ষেত্রে কোনো রকম ছুরি-কাঁচি ব্যবহারের প্রয়োজন নেই।’
উল্লেখ্য, ৩ বছরের কন্যা সন্তানকে সামলানোর পাশাপাশি সফলভাবে ফিল্ম ক্যারিয়ারও চালিয়ে যাচ্ছেন ৪৪ বছর বয়সী এই তারকা। কসমেটিকস লাইন ‘সিভিএস’-এর হয়েও কাজ করছেন তিনি।
জানা গেছে, সুন্দরী এই মেক্সিকান অভিনেত্রীকে সৌন্দর্যবিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন ‘অ্যালিউর’-এর সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদকন্যা হিসেবেও দেখা যাবে ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৪:৫৯ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন