খবর রটেছে, মার্কিন গায়ক ও মিউজিশিয়ান জো জোনাসকে নাকি রিদম অ্যান্ড ব্লুজ গায়িকা রিহানা ক্রমাগত ‘উত্তেজক’ এসএমএস পাঠিয়েই যাচ্ছেন। খবর কন্ট্যাক্টমিউজিক-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘এসঅ্যান্ডএম’খ্যাত ২৩ বছর বয়সী এই গায়িকার সাবেক বয়ফ্রেন্ড ক্রিস ব্রাউনের সঙ্গে একটি গান করেছিলেন ২১ বছর বয়সী জো। তখনই রিহানার সঙ্গে তার প্রথম পরিচয় হয়।
সম্প্রতি খবর চাউর হয়েছে, জোকে নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ঘনঘন উত্তেজক এসএমএস পাঠাচ্ছেন রিহানা।
জানা গেছে, একটি টেক্সট মেসেজে রিহানা নাকি লিখেছেন, জোকে তার জীবনের সবচেয়ে উদ্দাম এক বেপরোয়া ভ্রমণে নিয়ে যেতে চান তিনি!
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৩:০৩ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন