সম্প্রতি পুরো একটি ট্রেন ভাড়া করে লন্ডন থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে গিয়েছিলেন ব্র্যাঞ্জেলিনা জুটি ও তাদের ৬ সন্তান। এবারে স্কটল্যান্ডে ১০ একর আয়তনের বিশাল এক বাড়ি ভাড়া নিয়েছেন তারা। জানা গেছে, গ্লাসগোতে পিটের ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ ছবির শুটিং যতোদিন চলবে, ততোদিন স্কটল্যান্ডের আইশায়ারে অবস্থিত কার্নেল এস্টেট নামের বিলাসবহুল এই ঐতিহাসিক বাড়িতেই সপরিবারে অবস্থান করবেন পিট ও জোলি। খবর টাইমস অফ ইন্ডিয়ার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে এই বাড়ি ভাড়া নিয়েছেন ব্র্যাঞ্জেলিনা। কাজের পাশাপাশি জোলি এবং সন্তানদের নিয়ে বেশ আনন্দেই দিন কাটাচ্ছেন পিট।
জানা গেছে, ১০ একর আয়তনের বিশাল ঐ বাড়ির আঙিনায় সন্তানদের সঙ্গে খেলায় মেতে উঠেছিলেন জোলি। অন্যদিকে, ম্যাডক্স এবং প্যাক্সকে নিয়ে পাশের একটি লেকে মাছ ধরতে গিয়েছিলেন পিট। পরে ঐতিহ্যবাহী স্কটিশ স্কার্ট পরে সেখানে তাদের সঙ্গে যোগ দেন শিলোহ।
উল্লেখ্য, পিট অভিনীত নতুন ছবি ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’-এর শুটিংয়ের কাজে ১৬ আগস্ট মঙ্গলবার সপরিবারে স্কটল্যান্ডে পৌঁছেছেন ব্র্যাঞ্জেলিনা জুটি। পুরো একটি ট্রেন ভাড়া নিয়ে লন্ডন থেকে ৫ ঘন্টার এই ভ্রমণে তাদের সঙ্গে ছিলেন সন্তান ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলহ, ভিভিয়েন এবং নক্স।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৩:২৬ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন