সম্প্রতি
ভারতের মুম্বাইয়ের দুই খান এর লড়াই বেশ জমে উঠেছে। শাহরুখ খান ও সালমান
খানের মধ্যে এবারের যুদ্ধে এগিয়ে গেছেন ‘সল্লু’। শাহরুখ খান অভিনীত ‘মাই
নেম ইজ খান’ ছবিটিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ছে সালমান খানের নতুন ছবি
‘বডিগার্ড’। খবর মিডডের।বডিগার্ড ছবিটি ব্রিটেনে মুক্তির পাবার দিনই ১ লাখ ৯৪ হাজার পাউন্ড ব্যবসা করেছে। এর আগে শাহরুখের ‘মাই নেম ইজ খান’ এর দখলে ছিলো এই রেকর্ডটি। এই ছবিটি মুক্তির দিনে ১ লাখ ৯১ হাজার পাউন্ড ব্যবসা করেছিলো।
এদিকে মধ্যপ্রাচ্যেও ‘বডিগার্ড’ ছবিটি মুক্তি পাবার ২য় দিনেই সালমানেরই আরেক সুপারহিট চলচ্চিত্র ‘দাবাং’ এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এর আগে ‘দাবাং’ এই অঞ্চলে ১.৭ মিলিয়ন ডলার ব্যবসা করেছিলো। আর এই ছবিটির প্রথম দুই দিনেই ১.৬ মিলিয়ন ডলার ব্যবসা করেছে। ছবিটি যুক্তরাষ্ট্রেও ৩.৮ মিলিয়ন ডলার ব্যবসা করেছে। এবং ধারণা করা হচ্ছে, এখানেও ছবিটি ‘দাবাং’ এর ৫ মিলিয়ন ডলারের রেকর্ডকে ছাড়িয়ে যাবে।
ছবিটির পরিবেশক রিলায়েন্স এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী সঞ্জীব লাম্বা মন্তব্য করেছেন, ‘রিলায়েন্স এন্টারটেইনমেন্ট টিম এ বছরের সেরা হিট ছবির উপহার দেবে এবং বডিগার্ড ছবিটি সালমানকে রেকর্ড ব্রেকিং সাফল্য এনে দেবে।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/




১২:০৪ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন