সম্প্রতি
প্রকাশিত নতুন কয়েকটি ফ্যাশন ফিল্মে বিবসনা অবস্থায় হাজির হয়েছেন মার্কিন
পপ গায়িকা লেডি গাগা। তার ‘ইউ অ্যান্ড আই’ গানটির মিউজিক ভিডিওর সঙ্গে জুড়ে
দেয়ার জন্যই ফ্যাশন ফিল্মগুলো তৈরি করা হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।‘হউস অফ ইউ’ শিরোনামের ছবিতে ২৫ বছর বয়সী এই গায়িকাকে বেশ উত্তেজক ভঙ্গিতেই দেখা গেছে। সেখানে বিবসনা অবস্থায় কেবল এক টুকরো সিল্কের কাপড় জড়িয়ে পেছন ফিরে শুয়ে থাকতে দেখা গেছে তাকে। সাদাকালোয় ধারণকৃত অন্যান্য দৃশ্যে ব্যালে নেচেছেন তিনি। সেখানেও ফুটে উঠেছে তার আকর্ষণীয় দেহাবয়ব।
ফ্যাশন ফিল্মগুলোতে বিবসনা হওয়ার পাশাপাশি একটু অন্যভাবেই নিজেকে উপস্থাপন করেছেন গাগা। অতিরিক্ত মেকআপের পরিবর্তে অনেক বেশি ন্যাচারাল লুকেই তিনি হাজির হয়েছেন। পাশাপাশি, এলোমেলো চুলের পরিবর্তে দীর্ঘকেশী গাগাকেই দেখা গেছে এখানে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:২৫ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন