রিদম
অ্যান্ড ব্লুজ গায়িকা রিহানা এবং র্যাপশিল্পী জে. কোলের সেক্স টেপ
সংক্রান্ত খবরটিকে সম্প্রতি ভিত্তিহীন গুজব বলেই দাবি করেছেন ২৩ বছর বয়সী
এই গায়িকা। খবর ডেইলিস্টার-এর। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় রিহানা লিখেছেন, ‘আমার সেক্স টেপ আছে, অথচ আমিই জানি না! এটা অবিশ্বাস্য। এর প্রমাণ হিসেবে মূল ভিডিওটি সবার সামনে হাজির করতে হবে।’
উল্লেখ্য, সম্প্রতি খবর চাউর হয়েছিলো যে, উত্তেজক একটি ভিডিওতে র্যাপশিল্পী জে.কোলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ‘আমব্রেলা’খ্যাত এই গায়িকাকে। একটি অ্যাডাল্ট কোম্পানি থেকে দাবিও করা হয়েছিলো যে, ভিডিও টেপটি নাকি তাদের কাছে রয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:২৭ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন