সম্প্রতি হলিউডি অভিনেত্রী স্কারলেট জোহানসনের মোবাইল ফোন থেকে বেশ কয়েকটি উত্তেজক ছবি চুরি করে অনলাইনে ফাঁস করে দিয়েছে একটি সেলেব্রেটি ওয়েবসাইট। ছবিগুলোর মধ্যে তার টপলেস ছবিও রয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ স্কারলেট বিষয়টির তদন্তের জন্য ইতোমধ্যেই এফবিআই তলব করেছেন। খবর ডেইলিমেইল-এর।ছবিগুলো তার মোবাইল ফোন থেকে হ্যাক করা হয়েছে বলেই দাবি করেছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। সেগুলোর মধ্যে টপলেস একটি ছবি তিনি নিজেই তুলেছিলেন। ছবিগুলো আসলেই তার কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও, প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে ‘ক্রিমিনাল অ্যাক্ট’-এর আওতায় বিচার দাবি করেছেন স্কারলেট, দ্বারস্থ হয়েছেন এফবিআইয়ের।
উল্লেখ্য, ক্রিস্টিনা অ্যাগুইলেরা, সেলেনা গোমেজ, মাইলি সাইরাস, মিলা কিউনিস এবং ডেমি লোভ্যাটোর মতো তারকাদের পর পর এবারে মোবাইল ফোন, ইমেইল এবং কম্পিউটার হ্যাকিংয়ের শিকার হলেন স্কারলেট জোহানসন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/




১১:২৪ AM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন