সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১

সালমানের রোমানিয়ান 'গার্লফ্রেন্ড'!

সম্প্রতি একটি রোমানিয়ান ম্যাগাজিন স্থানীয় একজন টিভি নিউজ প্রেজেন্টারের সঙ্গে ‘বিগহার্ট লাভারবয়’ সালমান খানের বিশেষ সম্পর্কের খবর ছেপেছে। ম্যাগাজিনটি দাবি করেছে, গত বছর আইয়ুলিয়া ভেন্টার নামের এই নিউজ প্রেজেন্টারের সঙ্গে পরিচয় হয় সালমানের। সেই থেকে এখন পর্যন্ত একে অপরের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছেন তারা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

গত বছর অবকাশ যাপনে ভারতে এসেছিলেন ভেন্টার। সেসময় এক প্রযোজক বন্ধুর মাধ্যমে সালমানের সঙ্গে তার সাক্ষাৎ; দীর্ঘদিনের বয়ফ্রেন্ড মরিয়াস মগা’র সঙ্গে সম্পর্ক ভেঙ্গে গেলে চলতি বছরে তিনি আবারো ভারত আসেন। সেসময় তার বিচ্ছেদের ক্ষত শুকাতে পাশে দাঁড়িয়েছিলেন সাল্লু। ভেন্টার এরপর রোমানিয়া ফিরে গেলেও, নিয়মিতই যোগাযোগ রক্ষা করে চলেছেন তারা।

সালমানের সঙ্গে পরিচয়ের পর এখন নাকি পুরোপুরি ভারতীয় লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়েছেন ভেন্টার। নিয়মিত মন্দিরে যান, ঐতিহ্যবাহী ভারতীয় উৎসবগুলো পালন করেন এমনকি ধর্মগ্রন্থও পড়েন। পোশাক-পরিচ্ছদেও নাকি পরিবর্তন এসেছে তার। পশ্চিমা কোনো পোশাক না পরে শাড়ি এবং সালোয়ার-কামিজই পরছেন ভেন্টার।

সালমান সম্পর্কে ভেন্টার বলেছেন, ‘তার সঙ্গে পরিচয়টা আমার জীবনের টার্নিং পয়েন্ট ছিলো। আমরা পৃথিবীর দু’প্রান্তে বসবাস করলেও, মোবাইল ফোন এবং ইনস্ট্যান্ট মেসেজিংয়ের মাধ্যমে আমরা সবসময়ই একে অপরের সংস্পর্শে থাকি। তিনি শুটিং শেষে দেশে ফিরলে আবারো আমি ভারতে যাওয়ার পরিকল্পনা করছি।’

এই মুহূর্তে আয়ারল্যান্ডের ডাবলিনে ক্যাটরিনা কাইফের সঙ্গে পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন সালমান।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons