শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১১

প্রিয়াংকাকে 'ম্যারি মি' বলেছিলেন শাহরুখ!

ঘটনাটা ঘটেছিলো ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাইভ পারফর্মেন্স করার সময় আকাপেলা ধারার গান গেয়েছিলেন শাহরুখ খান। গানের মধ্য দিয়ে তিনি প্রিয়াংকাকে উদ্দেশ্যে করে বলেছিলেন, ‘ম্যারি মি’। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

শাহরুখ এমন কাণ্ড ঘটিয়ে নিজেই অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন। সেখানে উপস্থিত দর্শকরাও যার পর নাই বিস্মত হয়েছিলেন।

সেসময় ঘটনাটি নিয়ে খুব বেশি তোলপাড় না হলেও, সম্প্রতি আবারো আলোচনায় উঠে এসেছে পিগি চপসকে উদ্দেশ্য করে কিং খানের ‘ম্যারি মি’ গান গাওয়ার প্রসঙ্গটি। অনেকেই মন্তব্য করেছেন, তবে কি গত বছর থেকেই প্রিয়াংকার প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন শাহরুখ!

উল্লেখ্য, প্রিয়াংকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় শাহরুথ এবং গৌরির ২০ বছরের দাম্পত্য জীবন হুমকীর মুখে পড়ে। কিছুদিন আগে ঈদুল ফিতরের পার্টিতে প্রিয়াংকাকে আমন্ত্রণ জানান কিং খান। এতে ক্ষুব্ধ হয়ে গৌরি তাচ্ছিল্য করেন পিগি চপসকে।

পার্টিতে উপস্থিত অতিথি অর্জুন রামপালের স্ত্রী মেহের প্রিয়াংকাকে আমন্ত্রণ জানানোর কারণ সম্পর্কে কিং খানের কাছে জানতে চাইলে তিনি উল্টো অপমান করে বসেন মেহেরকে। প্রিয়াংকার পক্ষেই সাফাই গেয়ে তিনি বলেন, ‘আমার পার্টিতে যাকে খুশি তাকে আমন্ত্রণ জানাতে পারি আমি।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons