শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১১

 রোনালদোর বিয়ে!

এবার নাকি বিয়ের বন্ধনেই বাঁধা পড়তে যাচ্ছেন রোনালদো আর ইরিনা এবার নাকি বিয়ের বন্ধনেই বাঁধা পড়তে যাচ্ছেন রোনালদো আর ইরিনা
ফাইল ছবি
ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্যন্ত কতজনের সঙ্গে মনের লেনাদেনা করেছেন? সংখ্যাটি নিয়ে বিতর্ক আছে। কেউ বলে ২০, কেউ বা বলে ২৮। মানুষ যেভাবে মোবাইল ফোনসেট পাল্টায়, রোনালদো নাকি তারও চেয়ে বেশি পাল্টান প্রেমিকা। সম্ভবত তিনিই বিশ্বের একমাত্র প্রেমিক, যাঁর প্রেমিকার তালিকা হালনাগাদ রাখার জন্য একটা ওয়েবসাইটই আছে: ক্রিস্টিয়ানোরোনালদোগার্লফ্রেন্ড ডট কম। রোনালদো হয়তো বিশ্বের একমাত্র বাবাও, যাঁর সন্তানের জন্মদাত্রীর পরিচয়ও কেউ জানে না!
তবে রোনালদো নাকি আগের সেই ‘প্লে বয়’ নেই। বাবা হওয়ার পর থেকে অনেক দায়িত্বশীল হয়েছেন। এবার নাকি বিয়েথা করে থিতুও হতে যাচ্ছেন। আগামী বছর ১২ জুলাই পোর্তো সান্তো দ্বীপে বিয়ে করবেন প্রেমিকা ইরিনা শায়াককে। এই খবর দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াল মাদ্রিদ তারকার এক পারিবারিক বন্ধু। রোনালদোর কাছ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইরিনার হাতে শোভা পাওয়া বাদগানের আংটি এই গুঞ্জনটাকে উসকেই দিচ্ছে। ওয়েবসাইট।
১ জুলাই ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর এবং ক্লাব মৌসুম শুরুর আগে লম্বা ছুটি পাবেন তিনি। সেই সময়ই বিয়ের কাজটা সেরে ফেলতে চান। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার, বিয়েটা তাই সে রকম ধুমধামের সঙ্গেই হওয়ার কথা। বিয়ের ‘ভেন্যু’ হিসেবে পোর্তো সান্তো দ্বীপ বেছে নেওয়ার কারণ, রোনালদোর জন্মস্থান থেকে এটি মাত্র ২৫ মাইল দূরে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons