মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১১

চুমুর দৃশ্যে রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টিনা রিকি

‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসনকে এবার চুমুর দৃশ্যে দেখা যাবে ‘বেল অ্যামি’ ছবির সহ-তারকা ক্রিস্টিনা রিকির সঙ্গে। এই জুটি অভিনীত নতুন ছবিটিতে বেশ অন্তরঙ্গ এবং উত্তেজক দৃশ্যেই দেখা যাবে তাদেরকে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

ছবিটি তৈরি হচ্ছে উনিশ শতকের লেখক গাই ডি মপাসাঁর ‘বেল অ্যামি’ উপন্যাস অবলম্বনে। এখানে প্যাটিনসন জর্জেস ডুরয় চরিত্রে অভিনয় করছেন। ছবিতে তার গার্লফ্রেন্ড ক্রিস্টেন স্টুয়ার্টও অভিনয় করছেন। একই ছবিতেই আরেকটি নারী চরিত্রে অভিনয় করছেন রিকি।

‘বেল অ্যামি’ ছবির আরেকটি দৃশ্যে অভিনেত্রী উমা থারমানের সঙ্গেও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন প্যাটিনসন। ছবিটি মুক্তি পাবে ২০১২ সালে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons