গ্রিক ধাঁচের চেহারাখানা পিতৃপ্রদত্ত। তা নিয়ে হূষ্টচিত্তে বসে নেই হূতিক রোশন। অভিনয়ের জন্য নিজেকে উজাড় করে দিতে এতটুকু দ্বিধা করেন না তিনি। ছবির কাহিনির মতো করে নিজেকে আমূল পাল্টে নিতে পছন্দ করেন। ‘যোধা-আকবর’ ছবিতে রাজসিক কেতায়, অসম্ভব ব্যক্তিত্বপরায়ণ এক সম্রাটকে খুঁজে পাওয়া যায়। ‘ধুম ২’ ছবির জন্য স্টাইলিস্ট একটা ইমেজ গড়ে নিয়েছেন। আর সব শেষ মুক্তি পাওয়া ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারায়’ হূতিককে অপেক্ষাকৃত ক্ষীণকায় এক তরুণ মনে হয়েছে। এর জন্য ওজন কমাতে হয়েছে তাঁকে। আবার ‘অগ্নিপথ’ করতে গিয়ে উল্টো সমস্যায় পড়েছেন। শরীরে নাদুস-নুদুস একটা ভাব আনতে হয়েছে। সে জন্য নাকি দিনে ২২টি ডিম খেতে হয়েছে তাঁকে। তথ্যটি হূতিকের ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য একটি সূত্রের। এবার আসছে ‘কৃষ’ ছবির সিক্যুয়েল। সেখানে আরও পেশিবহুল হূতিককে দরকার পরিচালক বাবা রাকেশ রোশনের। কোনো আপস নয়। দিনে চার ঘণ্টা করে টানা ১৪ দিন ব্যায়াম করবেন বলে মনস্থির করেছেন। এদিকে হাতে সময়ও কম। তাই চলতি মাসের মাঝামাঝি থেকেই নতুন ‘কৃষ’ ছবির জন্য নিজেকে উজাড় করে দিতে উঠেপড়ে লাগবেন হূতিক। জি নিউজ ব্যুরো।




৫:২৪ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন