শাহীন রহমান,পাবনা :পাবনার ঈশ্বরদীতে মঙ্গলবার দুপুরে দুই মাথা ও তিন হাত বিশিষ্ট একটি শিশু জন্মগ্রহণের একঘন্টা পর মারা গেছে। চিকিৎসকরা চেষ্টা করেও বাঁচাতে পারেনি নবজাতক ‘পলাশ-শিমূল‘কে। তবে ওই শিশুর মা শিউলি বেগম (২৫) বর্তমানে সুস্থ আছেন।
কর্তব্যরত সিজারিয়ান চিকিৎসক আসমা খানম সাংবাদিকদের জানান, আলট্রাসনোগ্রাফির রিপোর্ট অনুযায়ী ঈশ্বরদীর আরামবাড়িয়া সাদিপুর এলাকার শহিদুল ইসলামের স্ত্রী শিউলি বেগমের গর্ভে জমজ বাচ্চা আছে জেনেই মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় তার সিজারিয়ান অপারেশন করা হয়। প্রথমে বোঝা না গেলেও পেট থেকে বাচ্চাটি বের করার পর দেখা যায় ওই শিশুর দুটি মাথা ও তিনটি হাত এবং যথারিতি পা আছে দু’টি। জমজ ছেলে শিশুর বাবা-মা শিউলি বেগম ও শহিদুল ইসলাম শখ করে ফুলের নামে তাদের জমজ শিশুর নাম রেখেছিলেন পলাশ ও শিমূল।
শিশুটি ভূমিষ্ট হওয়ার পর বেশ কিছুক্ষণ বেঁচে থাকলেও এক ঘন্টা পর তাকে বাঁচিয়ে রাখা যায়নি বলে জানান ডাক্তার আরমিনা নাজনিন। এনেসথেসিয়া চিকিৎসক আতাউর রহমান জানান, ঈশ্বরদী হাসপাতালে এ ধরনের শিশু জন্মের ঘটনা এটিই প্রথম। এদিকে দুই মাথা বিশিষ্ট শিশু জন্মের চাঞ্চল্যকর খবরে হাসপাতালে শত শত উৎসুক মানুষ একনজর শিশুটিকে দেখতে ভিড় করেন।




৩:৫৪ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন