সোমবার, ১০ অক্টোবর, ২০১১

দেনার দায়ে বউ বিক্রি!

দেনার দায়ে শেষ পর্যন্ত নিজের বউ বিক্রি করে দিলেন জলপাইগুড়ির পাহাড়পুর গ্রামের দিনমজুর অমৃত রায়। অমৃত রায়ের স্ত্রীর নাম জ্যোত্স্না।
জানা গেছে, ৪৬ হাজার টাকা ঋণ শোধ করার বিকল্প উপায় না পেয়ে জুডিশিয়াল স্ট্যাম্পে রীতিমতো রেজিস্ট্রি চুক্তি করে নিজের বউকে মো. জহিরউদ্দিন নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন অমৃত। অমৃত রায়ের স্ত্রী জ্যোত্স্না লোকসংগীতশিল্পী হওয়ায় জহিরউদ্দিনের সঙ্গে অমৃত ও তাঁর সখ্য গড়ে উঠেছিল। কিন্তু ঋণের টাকা শোধ করতে না পারায় অমৃত তাঁর বউ বিক্রি করার কথা বললে জহিরউদ্দিন তা মেনে নেন। অবশেষে ২৩ মে গোপনে দলিলের মাধ্যমে জ্যোত্স্নাকে কিনে নেন জহিরউদ্দিন।
এত দিন গোপন থাকার পর সম্প্রতি বিষয়টি সবার কাছে প্রকাশ হয়ে যায়। পরে রাজ্যের নতুন নারী ও সমাজকল্যাণমন্ত্রী সাবিত্রী মিত্র অবিলম্বে ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশকে। তবে পুলিশ এখনো জ্যোত্স্নাকে খুঁজে পায়নি বলে জানা গেছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons