বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১১

আড়াই মিলিয়নি অন্তর্বাসের মডেল মিরান্ডা কার

ভিক্টোরিয়া’স সিক্রেটের ‘ফ্যান্টাসি ট্রেজার’ অন্তর্বাস পরে র‌্যাম্পে হাঁটবেন অস্ট্রেলিয়ান মডেল মিরান্ডা কার। হীরকসহ নানা ধরনের ৩৪০০ রত্নখচিত এই অন্তর্বাসের মূল্য ধরা হয়েছে ২.৫ মিলিয়ন ডলার। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
শিগগিরই মূল্যবান এই অন্তর্বাস পরে ভিক্টোরিয়া’স সিক্রেট ফ্যাশন শোতে অংশ নেবেন ২৮ বছর বয়সী এই মডেল।
এই অন্তর্বাসে রয়েছে ১৪২ ক্যারেট ওজনের সাদা এবং হলুদ ডায়মন্ড। মুক্তা, অ্যাকুয়ামেরিন, স্বর্ণসহ মোট ৩৪০০ মূল্যবান রত্নও রয়েছে এতে।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons