জেসিকা সিম্পসন মা হচ্ছেন- কয়েকদিন ধরেই এমন গুঞ্জণ চলছিল। শিগগিরই তিনি একটি এন্টারটেইনমেন্ট নিউজ সাইটে ঠিকঠাক ঘোষণা দেবেন বলেও খবর চাউর হয়েছে। খবর হলিউডগসিপ-এর।এ ব্যাপারে এখন পর্যন্ত জনসমক্ষে আনুষ্ঠানিক ঘোষণা দেননি জেসিকা। তবে সম্প্রতি একটি গেট-টুগেদার পার্টিতে মা টিনা সিম্পসন, ছোট বোন অ্যাশলি সিম্পসনের সঙ্গে জেসিকাকে দেখা গেছে ঢিলেঢালা পোশাকে। সেসময় তিনি বারবার তার পেটের অংশ ঢাকার চেষ্টা করছিলেন।
এর প্রেক্ষিতেই খবর চাউর হয়েছে, তাহলে সত্যি সত্যিই সন্তানের মা হতে চলেছেন ৩১ বছর বয়সী মার্কিন এই গায়িকা ও অভিনেত্রী। আর তার সন্তানের বাবা হিসেবে শোনা যাচ্ছে মার্কিন গিটারিস্ট এরিক জনসনের নাম।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৭:২৯ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন