বলিউডি অভিনেতা শাইনি আহুজা বিপাকে পড়লেন আরো একবার। ধর্ষণের অভিযোগে ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এই অভিনেতার বিরুদ্ধে সম্প্রতি আরেকটি যৌন হয়রানির মামলা করতে যাচ্ছেন অভিনেত্রী শায়লি ভগত। খবর এনডিটিভি’র।শাইনি আহুজার মুক্তি প্রতিক্ষীত ‘ঘোস্ট’ ছবিতে তার সহ-অভিনেত্রী শায়লির অভিযোগ, ছবির শুটিং চলাকালে বিভিন্ন সময় শাইনির অশালীন ব্যবহারের শিকার হয়েছেন তিনি। এ ছাড়াও শাইনি অভিনয়ের সুযোগ নিয়ে তাকে হয়রানির চেষ্টা করেছন বলেও তিনি অভিযোগ তুলেছেন। এসব অভিযোগ দায়ের করে শিগগিরই তিনি মুম্বাইয়ের মালাড় পুলিশ স্টেশনে মামলা করতে যাচ্ছেন।
এদিকে শায়লি দাবী করেছেন, শাইনির এসব কুকীর্তি একটি সাক্ষাৎকারে ফাঁস করে দেওয়ার পর থেকে তাকে এসএমএস-এর মাধ্যমে অনবরত এসব কিছুকে অস্বীকারের জন্য চাপ দিয়ে আসছেন শাইনির স্ত্রী অনুপম। আর তাই অনুপমের বিরুদ্ধেও অভিযোগ দায়েরের পরিকল্পনা আঁটছেন শায়লি।
উল্লেখ্য, গৃহ পরিচারিকাকে ধর্ষণের মামলায় দোষী প্রমাণিত হয়ে চলতি বছরের শুরুতে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন শাইনি। বর্তমানে বোম্বে হাই কোর্টের দেওয়া জামিনে কারাগারের বাইরে আছেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৩:৪২ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন