মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

সেক্সশপে হাজার পাউন্ড খসালেন রিহানা

undefinedকিছুদিন ধরেই ঘনঘন মুখরোচক সংবাদের শিরোনাম হচ্ছেন পপ গায়িকা রিহানা। এবারে তিনি সংবাদের শিরোনাম হলেন প্যারিসের একটি সেক্সশপে মাত্র ৫ মিনিটে ১ হাজার পাউন্ড খরচ করে। খবর সান-এর।

সম্প্রতি প্যারিসে শপিং করতে গিয়ে রিহানা সোজা ঢুকে পড়েন স্থানীয় একটি সেক্সশপে। কোনোরকম ইতস্ততা না করেই দ্রুত তিনি সেখান থেকে ফ্রেঞ্চ স্নিকার, বিভিন্ন ধরনের আন্ডারওয়্যার, খেলনা, চামড়ার তৈরি হ্যান্ডকাফ, সুগন্ধী মোমবাতি, বাথ-অয়েলসহ বিভিন্ন পণ্য কিনে ফেলেন। মাত্র ৫ মিনিটে ১ হাজার পাউন্ড মূল্যের বিভিন্ন পণ্য কিনে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান তিনি।

এ প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘রিহানা খুব ভালোভাবেই জানতেন, তিনি কী কী কিনবেন। তাই দোকানের কোনো কর্মচারীর সহায়তা না নিয়ে নিজেই সব পণ্য তুলে নেন এবং দ্রুত মূল্য পরিশোধ করে সেখান থেকে চলে যান। সে সময় তাকে খুবই তাড়াহুরা করতে দেখা গেছে। সেখান থেকে তিনি সরাসরি নিজের হোটেল রুমে ফিরে গেছেন।’

পরবর্তীতে হোটেল রুম ছেড়ে যাওয়ার সময় আলোকচিত্রী এলেন ভন আনরেথ- এর ‘ওমায়রা অ্যান্ড বয়েড’ শিরোনামের একটি বইও ফেলে গেছেন রিহানা। এক্স-রেটেড বইটিতে রয়েছে উত্তেজক বেশ কিছু ছবি।

এদিকে, সম্প্রতি প্রকাশিত হয়েছে রিহানার ‘উই ফাউন্ড লাভ’ গানের উত্তেজক মিউজিক ভিডিও। সেটার প্রমোতে রিহানাকে মাদক গ্রহণ ও মদ্যপান করতে দেখা গেছে, এ ছাড়া বক্সার ও মডেল ডুডলির সঙ্গে আবেগঘন দৃশ্যেও দেখা গেছে তাকে। এর প্রেক্ষিতে সমালোচকদের কড়া সমালোচনার মুখেও পড়েছেন রিহানা। ইদানিং প্লেবয় মোগল হিউ হেফনারের বিভিন্ন পার্টিতেও অংশ নিচ্ছেন ২৩ বছর বয়সী এই গায়িকা।
 



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons