এবার প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা মিলবে ‘মিন গার্লস’ তারকা লিন্ডসের। ম্যাগাজিনটির জন্য বিবসনা হয়ে ছবি তোলার বিনিময়ে তিনি অন্তত ১ মিলিয়ন ডলার নিজের পকেটে পুরছেন। খবর টিএমজি’র।প্লেবয় ম্যাগাজিনের মডেল হিসেবে লিন্ডসেকে চুক্তিবদ্ধ করার জন্য কয়েক মাস ধরেই তার সঙ্গে আলোচনা চালাচ্ছিলো হিউ হেফনার অ্যান্ড কোম্পানি। শুরুর দিকে পারিশ্রমিক হিসেবে তাকে সাড়ে ৭ লাখ ডলার প্রদানের প্রস্তাব দেওয়া হলে তিনি পুরো ১ মিলিয়ন ডলার দাবি করেন।
সে সময় ফিরে এলেও সম্প্রতি আবারো লিন্ডসের দ্বারস্থ হয়েছিলো প্লেবয় কর্তৃপক্ষ। দর বাড়িয়ে দিতে রাজী হওয়ায় লিন্ডসেও চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন এবং ইতোমধ্যেই কাজও নাকি শুরু করে দিয়েছেন।
গত সপ্তাহেই প্লেবয়ের জন্য ফটোশুটে অংশ নিয়েছেন ২৫ বছর বয়সী এই তারকা। অবশ্য এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এ প্রসঙ্গে লিন্ডসের মুখপাত্র টিএমজি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এই মুহূর্তে বিষয়টি নিশ্চিত করতে পারছি না, আবার অস্বীকারও করতে পারছি না।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/




১:০০ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন