বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১১

সবার ওপরে অ্যানিস্টন-পিট

undefinedনিজেদের ৫ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়েছে সেই কবেই; তারপরেও আবারো একত্রে উচ্চারিত হলো জেনিফার অ্যানিস্টন এবং ব্র্যাড পিটের নাম। সাম্প্রতিক এক জরিপে চল্লিশোর্ধ তারকাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দেহাবয়বের অধিকারীদের তালিকায় শীর্ষে উঠে এসেছে এই সাবেক তারকা জুটির নাম। খবর পিটিআই-এর।

ফিটনেস ম্যাগাজিন ইয়াহু ওএমজি’র পরিচালিত জরিপে সাবেক এই তারকা জুটি নিজেদের এক ন¤^র আসনটি বাগিয়ে নেওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন হ্যালি বেরি এবং উইল স্মিথের মতো তারকাকে।

সবচেয়ে আকর্ষণীয় ফিগারের উপাধির পাশাপাশি সবচেয়ে আকাক্সিক্ষত তারকা শরীরের তকমাটিও গায়ে চড়িয়েছেন অ্যানিস্টন।

জরিপে সব দিক দিয়েই অ্যানিস্টন ‘সুপার হিট’ হলেও, ‘সুপার ফ্লপ’ হয়েছেন ব্র্যাঞ্জেলিনা জুটি। পিটের বর্তমান সঙ্গী অ্যাঞ্জেলিনা জোলির নাম তালিকাতে স্থানই পায়নি। এমনকি বেস্ট বডি আফটার বেবি ক্যাটেগরিতেও জেনিফার লোপেজের কাছে হার মেনেছেন তিনি। এমনকি হটেস্ট সেলেব্রিটি কাপল ক্যাটেগরিতেও পশ-বেক জুটির কাছে হেরে গেছেন ব্র্যাঞ্জেলিনা।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons