বুধবার, ২৬ অক্টোবর, ২০১১

প্লেবয় ম্যাগাজিনে পোজ দিলেন লোহান

হলিউডের বিনোদনের খবরে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে কয়েকটি খবর। এগুলোর একটি হচ্ছে বিতর্কিত অভিনেত্রী লিন্ডসে লোহানের প্লেবয় ম্যাগাজিনে নগ্নভাবে উপস্থাপন নিয়ে। আর অন্য দুটি হচ্ছে রবিন উইলিয়ামসের বিয়ে ও সিলভারস্টার স্ট্যালোনের চিত্রনাট্য চুরির বিষয়টি।
লিন্ডসে লোহান ক্রমাগতভাবে বেড়ে চলা আইনি খরচ মেটানোর নতুন একটা উপায় খুঁজে পেয়েছেন। আলোচিত ম্যাগাজিন প্লেবয়ে নিজেকে নগ্নভাবে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে লোহানের চুক্তি স্বাক্ষরও হয়েছে।

সেলিব্রেটি এন্টারটেইনমেন্ট আউটলেটস টিএমজেড ডট কম এবং এক্সেস হলিউড সূত্রে জানা গেছে, ম্যাগাজিনটির জন্য এরই মধ্যে ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। এদিকে প্লেবয় সূত্র জানিয়েছে, লোহানের এই ছবিটি লোহানের প্রথম নগ্ন উপস্থাপন নয়। এর আগে ২০০৮ সালেও লোহান নিউইয়র্কের একটি ম্যাগাজিনের নিজেকে নগ্নভাবে উপস্থাপন করেছিলেন।
শুধু লোহান নয়। মেয়ের মতো বাবা মাইকেল লোহানও আছেন বড় ধরনের ঝামেলার মধ্যে। গত মঙ্গলবার একটি পারিবারিক সহিংসতার কারণে ফ্লোরিডার কারাগারে পাঠানো হয় তাঁকে। ৫১ বছর বয়সী মাইকেল লোহানকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হলে সহিংসতার ব্যাপারটি অস্বীকার করেন তিনি।
এদিকে সপ্তাহখানেক আগে কৌতুক অভিনেতা অভিনেতা রবিন উইলিয়ামস বিয়ে করলেন সুসান স্নাইডারকে। ৬০ বছর বয়সী অস্কার বিজয়ী এই অভিনেতার সঙ্গে স্নাইডারের প্রথম দেখা হয় ২০০৯ সালে। রবিন উইলিয়ামসের সঙ্গে এটি তাঁর তৃতীয় বিয়ে।
অ্যাকশন ছবির অন্যতম তারকাভিনেতা সিলভারস্টার স্টালোন অভিযুক্ত চিত্রনাট্য চুরির দায়ে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দি এক্সপেডিব্যালস ছবিটি তিনি অন্যের চিত্রনাট্য চুরি করে নিজের নামের করেছেন। পাশাপাশি ছবিটি তিনি পরিচালনা কাজটিও করেছেন। যুক্তরাষ্ট্রের ম্যানহার্টনের ফেডারেল কোর্টে গত মঙ্গলবার এ অভিযোগ দায়ের করেন লেখক মারকাস ওয়েব। অভিযোগপত্রে তিনি বলেন, দি এক্সপেডিব্যালস চলচ্চিত্রের চিত্রনাট্য বিস্ময়করভাবে এক এবং কিছু অংশ তো হুবহু একই ধরনের।
জানা গেছে, এই সিরিজের আরেকটি ছবি ‘দি এক্সপেডিব্যালস টু’ আগামী বছরের আগষ্টে মুক্তি পাবে। রয়টার্স।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons