শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১

মার খেলেন মাতাল শিয়া লেবিউফ

‘ট্রান্সফরমারস’ তারকা শিয়া লেবিউফ মনে হয় মদটা একটু বেশিই গিলে ফেলেছিলেন। আর তাইতো  পানশালায় ঝগড়া বাধিয়ে বসেন এক অপরিচিত লোকের সঙ্গে। ঝগড়াই থেকে মারামারি এবং এই মারামারির কারণেই পানশালা কর্তৃপক্ষ ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিয়েছে তাকে। খবর পিটিআই এর।

ঠিক কী কারণে এবং কার সঙ্গে এরকম দ্বৈরথে জড়িয়ে পড়েছিলেন শিয়া সেটা নিশ্চিত হওয়া না গেলেও, ২৫ বছর বয়সী এই তারকার মুখে যে লোকটি ঘুঁষি বসিয়ে দিয়েছিলো তা ঠিকই ধারণ করা গেছে ক্যামেরায়।

এই মারামারির ঘটনায় বিরক্ত হয়ে দুজনকেই ঘাড় ধরে বের করে দেয় ‘সিনেমা পাবলিক হাউজ’ নামের ঐ পানশালাটির নিরাপত্তাকর্মীরা। সেখান থেকে বের হয়ে আক্রমণকারী লোকটির পেছনে নাকি অনেকটা দূর দৌড়েও গিয়েছিলেন শিয়া। শেষপর্যন্ত তার এক বন্ধু তাকে থামান।

সিনেমা পাবলিক হাউজের কর্মচারীরা অবশ্য বিষয়টি নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। উল্লেখ্য, শিয়া এখানকার অনেকদিনের গ্রাহক। ‘দ্য কোম্পানি ইউ কিপ’ ছবিতে অভিনয় করার সময় থেকেই এই পানশালাটির নিয়মিত গ্রাহক বনে যান তিনি।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons