হলিউডি অভিনেতা অরল্যান্ডো ব্লুম এবার বনে গেলেন আলোকচিত্রী। সম্প্রতি স্ত্রী সুপারমডেল মিরান্ডা কারের জন্য ক্যামেরা হাতে তুলে নিয়েছিলেন তিনি। ‘র্যাগ অ্যান্ড বোন ফল ২০১১’ ক্যাম্পেইনের জন্য মিরান্ডার বেশ কিছু ছবি তুলেছেন তিনি। এগুলোর মধ্যে একটি টপলেস ছবিও রয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।এই ক্যাম্পেইনটির জন্য মিরান্ডাকে বলা হয়েছিলো মেকআপবিহীনভাবে কিছু ছবি তুলতে। আর তাই নীল নয়না এই সুন্দরী কয়েকটি ছবি তুলে দেওয়ার জন্য আবদার করে বসেন স্বামী ব্লুমের কাছে। ব্লুম সেসময় নিউজিল্যান্ডে ‘দ্য হবিট’ ছবির শুটিংয়ে ছিলেন। সেখানেই চলে স্বামী আর স্ত্রীর এই একান্ত ফটোশুট।
নিউজিল্যান্ডের বেশ কিছু স্থানে তোলা এসব ছবির মধ্যে একটি ছবিতে মিরান্ডাকে দেখা গেছে টপলেস অবস্থায়। কেবল একটি জিন্সের প্যান্ট পরে ছবিটির জন্য পোজ দিয়েছেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৭:২৭ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন