মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

কেট উইন্সলেটের অর্ন্তবাস কাণ্ড

undefinedকিছুদিন আগে আগুনের হাত থেকে স্যার রিচার্ড ব্র্যানসনের মাকে উদ্ধার করার সময় যে সাহসিকতা কেট উইন্সলেট দেখিয়েছেন- তা প্রশংসিত হয়েছে সব মহলেই। তবে অসম সাহসিক ওই উদ্ধার অভিযানের পুরোটা সময় জুড়েই যে হলিউডি এই অভিনেত্রী ঠাণ্ডা মাথায় ছিলেন তা কিন্তু নয়। সম্প্রতি কেট নিজেই জানিয়েছেন, অস্তিত্ব রক্ষার সেই কঠিন সময়ে তুচ্ছ অন্তর্বাস পরা নিয়ে নিজের বোকামীর কথা। খবর হিন্দুস্তান টাইমস- এর।

দ্যা গ্রাহাম নোশন শো নামের একটি টিভি অনুষ্ঠানে সম্প্রতি এসব কথা জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা। তিনি জানিয়েছেন, ‘আগুন আগুন’ চিৎকার শুনে ঘুম থেকে জেগে উঠে তিনি যেভাবে কাজ করার কথা ছিলো সেভাবে করেননি।

কেটের ভাষ্যে, ‘ঘটনাটি সত্যিই ভয়ঙ্কর ছিলো। ভোর সাড়ে ৪টায় আগুন লাগার চিৎকারে আমরা জেগে উঠি। তৎক্ষণাৎ আমি বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়ি। আগুন যেদিকে লেগেছে সেদিকে দৌড়ে যাই; ঠিক তখনই আমার মনে হয় এভাবে দৌড়াতে থাকলে মারা পড়বো। আর তাই আবার আমার বিছানার কাছে ফিরে আসি এবং বাচ্চাদের বলি ভেতরে গিয়ে দরজা-জানালা বন্ধ করে দিতে। তারপরই আমার মাথায় প্রশ্ন আসে, এখন কী করবো?’

কেট আরো বলেছেন, ‘এরকম জঘন্য পরিস্থিতিতে মাঝে মাঝেই মানুষ সবচেয়ে আজব কাজগুলো করে বসে। আমিও সেরকম একটি কাজ করলাম, আমার অর্ন্তবাসটি গায়ে চড়ানো শুরু করলাম। তখনই আমার মনে হলো, এতে অনেক সময় নষ্ট হবে, আর তাই অন্তর্বাস পরা ছেড়ে গায়ে চড়ালাম একটি টি শার্ট। তার পরপরই, বাচ্চাদের নিয়ে দাদীমা (ব্র্যানসনের মা) কে উদ্ধার করে বেরিয়ে গেলাম।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons