মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

'হট মেস'-এ সেলেনা গোমেজ

undefinedটিন তারকা সেলেনা গোমেজ এবারে অভিনয় করবেন নির্মাতা ডেভিড মেয়ারের নতুন ছবি ‘হট মেস’- এ। খবর স্ক্রিনইন্ডিয়ার।

কমেডিধর্মী ছবিটির চিত্রনাট্য লিখেছেন জেনি রস। ইতোমধ্যেই ছবিটিতে অভিনয়ের ব্যাপারে সেলেনার সঙ্গে আলাপ-আলোচনা শুরু করে দিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা।

উল্লেখ্য, ‘উইজার্ডজ অফ দ্য ওয়েভার্লি প্লেস’খ্যাত ১৯ বছর বয়সী এই পপতারকা ও অভিনেত্রীকে এর আগে দেখা গেছে হলিউডি ছবি ‘মন্টে কার্লো’র কেন্দ্রীয় চরিত্রে।

এছাড়া চলতি বছরের ২৩ নভেম্বর মুক্তি প্রতীক্ষিত ‘দ্য মাপেটস’ ছবিতেও সংক্ষিপ্ত চরিত্রে অভিনয় করেছেন তিনি।  




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons