বলিউডের ফিটনেস গুরু হিসেবে সবাই একবাক্যেই মানেন সালমান খানকে। এমনকি হৃত্তি¡ক রোশানের মতো তারকাও নাকি সাল্লুকে দেখেই নিজের শরীর গড়ার ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছিলেন। সম্প্রতি সাল্লুর এই ফিট বডির আরো একজন ভক্ত জুটেছে। তিনি হলেন বলিউডি অভিনেত্রী অসিন। বলিউডি টিনসেলে খবর ভাসছে, সালমান তার এই নতুন ভক্তকে ফিটনেস টিপস তো দিচ্ছেনই, পাশাপাশি জিমে অন্তরঙ্গ সময়ও নাকি কাটাচ্ছেন তারা। খবর এনডিটিভি’র। বেশ কিছুদিন ধরেই বি টাউনে সালমান-অসিনের প্রেমের গুজব চললেও এতদিন খুব একটা পাত্তা পায়নি সেটা। তবে এই ‘রেডি’ জুটিকে কিছুদিন ধরেই একত্রে জিমে যাওয়া দেখে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন অনেকেই।
এমন খবরও চাউর হয়েছে, জিমে একসঙ্গে সময় কাটানোর ফলে সালমানের কাছের মানুষদের একজন হয়ে গেছেন অসিন। এ বছরের ব্লকবাস্টার হিট ছবি ‘রেডি’র শুটিংয়ের জন্য শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে একত্রে অবস্থান করার সময় থেকেই নাকি হৃদ্যতা বাড়তে শুরু করেছিলে এই জুটির। তখন থেকেই নাকি সালমান দিল খুলে অসিনকে সাহায্য করছেন ফিটনেস ধরে রাখার জন্য।
নিজের ফিটনেস ধরে রাখার ব্যাপারে অসিনের কঠিন অধ্যাবসায় সালমানকে নাকি খুবই মুগ্ধ করেছে। বেশ কয়েকজন পরিচালক এবং প্রযোজক বন্ধুর কাছেও নাকি আজকাল অসিনের হয়ে সুপারিশ করছেন সাল্লু।
এখন দেখার বিষয় হলো, সালমান-অসিনের এই ফিটনেস রসায়ন কতদূর পর্যন্ত এগোয়!
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:৩৩ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন