বলিউড-ক্রিকেট প্রেম উপাখ্যানে ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে এবার যুক্ত হলো উঠতি বলিউডি তারকা শাজান পাদামসির নাম। খবর রটেছে, শাজানের সঙ্গে নাকি চুটিয়ে ডেটিং চালাচ্ছেন যুবরাজ। তাদের এই কাছে আসা বলিউডি টিনসেলে এখন আলোচিত বিষয়। খবর টাইমস অফ ইন্ডিয়া’র। যুবরাজ-শাজান মুম্বাইয়ের বিভিন্ন অনুষ্ঠানে এক সঙ্গেই হাজির হচ্ছেন। এমনকি, সম্প্রতি যুবরাজের সঙ্গে কলমের একটি বিজ্ঞাপনের কাজও হাতিয়ে নিয়েছেন শাজান। শুরুর দিকে এই বিজ্ঞাপনে যুবরাজের সঙ্গে সোহা আলী খানের কাজ করার কথা ছিলো।
উল্লেখ্য, বলিউডি অভিনেত্রীদের প্রতি ক্রিকেটার যুবরাজ সিংয়ের বিশেষ দুর্বলতার কথা সবারই জানা। কিম শর্মার সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর যুবরাজের সঙ্গে প্রীতি জিনতা, নেহা ধুপিয়া, দীপিকা পাড়ুকোনের ডেটিংয়ের খবরও একসময় বলিউডে মুখরোচক বিষয়ই ছিলো।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:৩৪ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন