বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

আবেদনময়ী হওয়ার টিপস দিলেন বিপাশা

নিজের নজরকারা আবেদনময়তা দিয়ে ইতোমধ্যেই দেশে-বিদেশে লাখো ভক্তের হৃদয় কেড়েছেন বাঙালি বংশোদ্ভুত বলিউডি অভিনেত্রী বিপাশা বাসু। আকর্ষণীয় দেহবল্লরী দিয়ে কেবল পুরষদেরই মুগ্ধ করেননি তিনি, অসংখ্য তরুণীর কাছেও তিনি অনুকরণীয়। তার মতো আবেদনময়ী হওয়ার জন্য অনেক তরুণীই মুখিয়ে থাকেন। এবার তাদের জন্য আবেদনময়ী হওয়ার টিপস দিলেন ৩২ বছর বয়সী এই তারকা। খবর ওয়ান ইন্ডিয়া’র।

বিপাশার মতো আবেদনময়ী হওয়ার জন্য যেসব তরুণীর মধ্যে তীব্র আকাক্সক্ষা রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘কেবল স্বল্পবসনা হলেই কাউকে আবেদনময়ী দেখায় না। এজন্য প্রয়োজন সুগঠিত শারীরিক অবয়ব। তাই শরীরকে ফিট রাখার প্রতিই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’

বিপাশা আরো বলেছেন, ‘আপনার যদি মেদহীন সুন্দর একটি শরীর থাকে, তবে যে কোনো পোশাকেই আপনাকে আকর্ষণীয় দেখাবে। হতে পারে সেটা বিকিনি কিংবা জিন্স। কিন্তু শরীর যদি ফিট না হয়, তবে যতোই উত্তেজক পোশাক পরুন না কেন আপনাকে আবেদনময়ী মনে হবে না।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons