‘বেওয়াচ’ তারকা পামেলা এন্ডারসন এবার কুমারী মেরির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন! ক্রিসমাস উপলক্ষে কানাডিয়ান নেটওয়ার্ক সিটিভি’তে একটি কমেডি শো’তে তিনি এই চরিত্রে অভিনয় করছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রচ্ছদে একাধিকবার মডেল হওয়া এই তারকা এবারের ক্রিসমাসে ক্যানাডিয়ান নেটওয়ার্ক সিটিভি’র সিরিয়ালে মা মেরির চরিত্রে অভিনয় করবেন।
‘এ রাসেল পিটার্স ক্রিসমাস স্পেশাল’ নামের কমেডি শোতে আরো অভিনয় করবেন মাইকেল বাবল, টেড ল্যাঞ্জ ও জব লভিটজ। আর অস্ট্রেলিয়ান কমেডিয়ান রাসেল পিটার্স নিজের শোতে নিজেই অভিনয় করবেন বিশ্বাসঘাতক জোসেফের চরিত্রে।
৬০ মিনিটের কমেডি শো’টি ডিসেম্বরের প্রথম দিকেই প্রচারিত হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/




১২:১৭ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন