অকালপ্রয়াত পপ তারকা এমি ওয়াইনহাউজের আইকনিক ব্যাক টু ব্ল্যাক পোশাকটি এবার নিলামে উঠছে। ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য এই নিলাম থেকে অর্জিত অর্থ দাতব্য কাজের জন্য ব্যয় করা হবে। খবর মিডডেডটকম- এর।এমি তার এই পোশাকটি পরেছিলেন নিজের অ্যালবাম ‘ব্যাক টু ব্ল্যাক’- এর প্রচ্ছদের জন্য। কালো রঙের শিফনের এই প্রিন্টেড ফ্রকটি তৈরি করেছিলেন থাই বংশোদ্ভূত ডিজাইনার ডিসাইয়া।
২৯ নভেম্বর কেরি টেইলর আয়োজিত ‘প্যাশন ফর ফ্যাশন’ নামের এই নিলামে পোশাকটি কমপক্ষে ২০ হাজার পাউন্ডে বিকোবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।
নিলামে এমির এই পোশাক ছাড়াও হলিউডের দুই আইকনিক বিউটি অড্রে হেপবার্ন ও এলিজাবেথ টেইলরের ৩টি গাউনও থাকবে। এর মধ্যে হেপবার্নের গাউনটি বিশেষভাবে আলোচিত, কেননা ‘রোমান হলিডে’ ছবির জন্য ১৯৫৪ সালে সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কার গ্রহণের সময় এই পোশাকটি পরেই মঞ্চে উঠেছিলেন তিনি।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রকাশিত ব্যাক টু ব্ল্যাক অ্যালবামের প্রচ্ছদের ফটোশুটের জন্য যখন এমি এই পোশাকটি পড়েছিলেন, তখনও তিনি খ্যাতির শীর্ষে পৌঁছাননি। আর তাই ডিসাইয়ার এই পোশাকটি ধার করেই পরতে হয়েছিলো তাকে। ফটোশুটের পরে পোশাকটি ডিসাইয়াকে ফিরিয়েও দিয়েছিলেন এমি। সেই থেকে এটি ডিসাইয়ার আর্কাইভেই ছিলো। সম্প্রতি নিলামের জন্য তিনি পোশাকটি দান করে দিয়েছেন।
নিলাম থেকে পাওয়া সমস্ত অর্থ ‘এমি ওয়াইনহাউজ ফাউন্ডেশন’- এ দান করা হবে। এই দাতব্য সংস্থাটি কমবয়সী নিপীড়িত মানুষদের সাহায্য করে থাকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:৪৬ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন